বঙ্গে তাল কাটছে বাম-কংগ্রেস জোটের? প্রয়োজনে 'একা' লড়ার বার্তা অধীরের
Adhir's reply to Md Selim

নজরবন্দি ব্যুরো: লোকসভার আগে হঠাৎ করেই ফাটল দেখা দিল কংগ্রেস এবং সিপিআইএমের মধ্যে? রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকে কেন্দ্র করে সিপিআইএম রাজ‌্য সম্পাদক মহাম্মদ সেলিম যে আঁতাতের অভিযোগ তুলেছিলেন তার পাল্টা জবাব দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আর অধীরের এই জবাব কিন্তু বেশ জোরালো এবং ইঙ্গিতপূর্ণ। ঠিক কী বলেছেন তিনি?

আরও পড়ুন: ছট পুজোয় ঘাটে ঘাটে থাকছে ‘অভিষেকের দূত’, অবাঙালি ভোট টানতে এই জনসংযোগের ভাবনা?

আগে জেনে নেওয়া যাক মহম্মদ সেলিম কি বলেছিলেন। সেলিমের বক্তব্য ছিল, “ভোরের অন্ধকারে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পেশাল প্লেনে রাহুল গান্ধীর ঘরে চলে গেলেন। আমরা যখন বলছি চোর ধরো জেল ভরো, চোর তখন কংগ্রেসের পায়ে পড়ে বলছে দাদা তুমি বাঁচাও! কেউ দেখে শেখে কেউ ঠেকে শেখে।”

বঙ্গে তাল কাটছে বাম-কংগ্রেস জোটের? প্রয়োজনে 'একা' লড়ার বার্তা অধীরের
বঙ্গে তাল কাটছে বাম-কংগ্রেস জোটের? প্রয়োজনে ‘একা’ লড়ার বার্তা অধীরের

পাল্টা অধীর রঞ্জন চৌধুরী বললেন, “কংগ্রেস একা লড়তে সক্ষম। কার কিসে ভালো তাঁদের বুঝতে দিন। তৃণমূল-বিজেপির বিরুদ্ধে লড়ব। অন্য কেউ এলে তাঁদের বিরুদ্ধেও লড়ব। কোন হাকিম-ডাক্তার কি বলছে দেখে লাভ নেই।”

বঙ্গে তাল কাটছে বাম-কংগ্রেস জোটের? প্রয়োজনে 'একা' লড়ার বার্তা অধীরের

বঙ্গে তাল কাটছে বাম-কংগ্রেস জোটের? প্রয়োজনে ‘একা’ লড়ার বার্তা অধীরের

অধীর আরও বলেছেন, “আমাদের সমালোচনা করার আগে জানতে হবে কেন তার প্রয়োজন পড়ছে। তা না হলে আপনাদের লোকেরাও হতাশ হবে। আমি কিন্তু বিমানবাবু বা সূর্যকান্ত মিশ্রদের সঙ্গে জোট করেছিলাম। বাকি নেতাদের চিনি না। সেলিম ভাইকে আমি যতটা সিপিএম নেতা হিসাবে চিনি, তার থেকেও বেশি চিনি প্রাক্তন সাংসদ হিসাবে। অতএব কে কী বলছে জানি না। বিমানবাবুর সঙ্গে যে জোট আমাদের হয়েছিল সেটা আমি ভাঙিনি।”

বঙ্গে তাল কাটছে বাম-কংগ্রেস জোটের? প্রয়োজনে 'একা' লড়ার বার্তা অধীরের