অসুস্থ মহারাজের আরোগ্য কামনায় টুইট করলেন অভিনেত্রী নাগমা!

নজরবন্দি ব্যুরোঃ হাসপাতালে ভর্তি আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।আজ সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁর দ্রুত আরোগ্যের পোস্ট।তার অসুস্থতা দেখে চুপ করে থাকতে পারেননি দক্ষিণী অভিনেত্রী নাগমা।
সৌরভ হাসপাতালে ভর্তি হওয়ার পরই নাগমা টুইট করেন।তিনি লেখেন, “দ্রুত আরোগ্য কামনা করছি। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। অনেক প্রার্থনা রইল।”
উল্লেখ্য,২০০০ সালে দক্ষিণী অভিনেত্রী নাগমা আর ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে।সেই সময় কেরিয়ারের তুঙ্গে থাকা সৌরভ বা নাগমা কেউ অবশ্য সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোথাও কিছু বলেননি।ফলে রহস্য দানা বাধে আরও বেশি।
অনেকের মনে প্রশ্ন ছিল, সৌরভ গঙ্গোপাধ্যায় ও নাগমার মধ্যে কোনও সম্পর্ক ছিল? তার বেশ কিছু দিন পর গত বছর নীরবতা ভেঙেছিলেন দক্ষিণী অভিনেত্রী নাগমা। তিনি বলেন, “সব কিছুর ঊর্ধ্বে কেরিয়ারের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। তাই কিছু ব্যাপার থেকে সরে আসার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল। একসঙ্গে থাকার চেয়ে এবং একটা আবেগের সফরে নামার আগে অনেক কিছুর তুল্যমূল্য বিচার করার প্রয়োজন ছিল।”
দক্ষিণী অভিনেত্রী নাগমা এবার কোনও রাখঢাক না করে সৌরভের আরোগ্য কামনায় টুইট করলেন।