স্ত্রী মাংস রান্না না করায় নালিশ পুলিশ মামাকে, পরের দিন গ্রেপ্তার স্বয়ং স্বামী
A man complain about her wife cz she deny to cook

নজরবন্দি ব্যুরোঃ স্ত্রীর কাছে কম বেশি আবদার সবাই করে, কোন সময় তারা আবদার মেটায়, কোন সময় কোন কারণে মেটাতে পারেনা সেই আবদার। এমনই এক স্বামী তার স্ত্রীর কাছে পাঠার মাংস রান্না করার আবদার করায় তার স্থান হলও শ্রীঘর।

আরও পড়ুনঃ বিরাটকে হারিয়ে এক নম্বরে রনবীর সিং, নায়কের বাৎসরিক আয় কত জানেন?

ঘটনাটি হোলির দিনের, অন্য সবার মতো নবিন নামের যুবক ও দোকান থেকে পাঠার মাংস কিনে তার শ্রী কে রেধে দেওয়ার আবদার করে, কিন্তু তার স্ত্রী কোন ভাবেই তা রান্না করতে রাজি হয়না। সেই যুবক মদ্যপ অবস্তায় ছিল বলে জানা গেছে। অনেকবার বলা সর্তেও সে রাজি না হওয়ায় যুবক অন্য প্রন্থা বেছে নেয়।

Slow cooked Indian mutton mughal Style/ Mutton curry - Geek Robocook

সেই যুবক তার স্ত্রীর নামে নালিশ করার জন্য পুলিশ কে ফোন করে, জানায় তার স্ত্রীর অপরাধের কথা, শুধু একবার নয় পর পর ছয় বার টানা তিনি পুলিশকে ফোন করে মদ্যপ অবস্তায়।

স্ত্রী মাংস রান্না না করায় নালিশ পুলিশ মামাকে, পরিণতি কি হল? 

Jail Shadow Stock Illustrations – 1,102 Jail Shadow Stock Illustrations,  Vectors & Clipart - Dreamstime

সেদিন কোন ব্যাবস্থা নেয়নি পুলিশ, পরের দিন অবশ্য পুলিশ গ্রেপ্তার করে তবে তার স্ত্রীকে নয় সেই যুবককে।বারবার ফোন করে বিরক্ত করার অপরাধেই তাঁকে গ্রেপ্তার করেন পুলিশ।