পরপর ৩দিন ছুটি, ৭৫ বছরের আজাদির ফূর্তিতে উপচে পড়া ভিড় সমুদ্র সৈকতে
পরপর ৩দিন ছুটি, ৭৫ বছরের আজাদির ফূর্তিতে উপচে পড়া ভিড় সমুদ্র সৈকতে

নজরবন্দি ব্যুরোঃ ৭৫ বছর আগে স্বাধীন হয়েছিলো ভারতবর্ষ। কাল গোটা দেশজুড়ে পালিত হবে ৭৫তম স্বাধীনতা দিবস (75th Independence Day)। প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে ইতিমধ্যেই তেরঙায় সেজে উঠেছে গোটা দেশ। ভারতবাসীও স্বাধীনতার আনন্দে ডগমগ। গত কয়েকদিন ধরেই যেন আনন্দ উৎসব পালন হচ্ছে দেশজুড়ে।

আরও পড়ুনঃ সায়গলের সঙ্গে যৌথ সম্পত্তি অনুব্রতর, সিবিআইয়ের নজরে পুলিশ অফিসাররাও

এদিকে বঙ্গবাসীও রীতিমতো ছুটির (holiday) মেজাজে। আর তারই প্রতিফলন দেখা গেল পূর্ব মেদিনীপুরের দিঘা মন্দারমণির সমুদ্র উপকূলে। গত কয়েক দিন ধরেই উত্তাল দিঘার সমুদ্র। লাগাতার ভারী বর্ষণে সমুদ্রের গর্জন আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। আর এই সুযোগ বুঝে বর্ষার এই রূপ-সৌন্দর্য উপভোগ করতে টানা ৩ দিনের ছুটিতে অনেকেই হাজির হয়েছেন দিঘার সমুদ্র সৈকতে। এর জেরেই এই সপ্তাহান্তের প্রথম ছুটির দিন শনিবার সমুদ্র সৈকতে থিকথিক করল পর্যটকেদের ভিড়।

পরপর ৩দিন ছুটি, ৭৫ বছরের আজাদির ফূর্তিতে উপচে পড়া ভিড় সমুদ্র সৈকতে
পরপর ৩দিন ছুটি, ৭৫ বছরের আজাদির ফূর্তিতে উপচে পড়া ভিড় সমুদ্র সৈকতে

গত সপ্তাহেই রাখিপূর্ণিমা গিয়েছে। মাঝে শুক্রবার বাদ দিয়ে শনি-রবি থাকায় একটা টানা ছুটি পাওয়া গিয়েছিল। এমন সুযোগ হেলায় হারাতে চাননি কেউই। আর তাই সিংহভাগ ভ্রমণপ্রিয় বাঙালিই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছে। কেউ জঙ্গলে, কেউ পাহাড়ে গিয়েছে। তবে বেশিরভাগ মানুষই দু’দিনের ছুটি কাটানোর জন্য বেছে নিয়েছে সমুদ্রকেই।

পূর্ব মেদিনীপুরের দিঘা (Digha), তাজপুর (Tajpur), মন্দারমণির (Mandarmani) মতো সমুদ্রসৈকতগুলিতে এখন প্রায় হাউজফুল। শনিবারই দেখা গিয়েছে দিঘার সমুদ্র সৈকতে গিজগিজ করছেন পর্যটকরা। রবিবার থেকে এই সংখ্যাটা আরও বাড়বে বলেই মনে করছেন স্থানীয় হোটেল ব্যবসায়ীরা। দিঘা সংলগ্ন শঙ্করপুর, তাজপুর এবং মন্দারমণিতেও ইতিমধ্যেই পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে। গত দু’বছর করোনার প্রকোপে ছুটি যেন বিরক্তিকর হয়ে উঠেছিল বঙ্গবাসীর কাছে।

পরপর ৩দিন ছুটি, ৭৫ বছরের আজাদির ফূর্তিতে উপচে পড়া ভিড় সমুদ্র সৈকতে
পরপর ৩দিন ছুটি, ৭৫ বছরের আজাদির ফূর্তিতে উপচে পড়া ভিড় সমুদ্র সৈকতে

ছুটি থাকলেও প্রাণ হাতে নিয়ে বাড়িতেই কেটেছে স্বাধীনতা দিবস। কিন্তু এবছর করোনার বাধন আলগা হতেই শনি, রবি, সোম তিন দিনের ছুটি কাটাতে দিঘা, মন্দারমণিতে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকেরা। পর্যটকদের ভিড় বাড়তেই হাসি ফুটেছে উপকূলের ব্যবসায়ীদের মুখেও। স্থানীয় সূত্রে খবর, দিঘা সংলগ্ন সব হোটেল, লজ কার্যত হাউসফুল। গত কয়েকমাস ধরে আগেভাগেই পর্যটকরা হোটেলে রুম বুকিং সেরে রেখেছিলেন বলে জানা গিয়েছে।

পরপর ৩দিন ছুটি, ৭৫ বছরের আজাদির ফূর্তিতে উপচে পড়া ভিড় সমুদ্র সৈকতে

পরপর ৩দিন ছুটি, ৭৫ বছরের আজাদির ফূর্তিতে উপচে পড়া ভিড় সমুদ্র সৈকতে
পরপর ৩দিন ছুটি, ৭৫ বছরের আজাদির ফূর্তিতে উপচে পড়া ভিড় সমুদ্র সৈকতে

এই প্রসঙ্গে, দিঘা-শঙ্করপুরের হোটেল মালিক  সুশান্ত পাত্রের বক্তব্য, ‘দিঘার প্রায় সমস্ত হোটেলের সব ঘর বুকিং হয়ে গিয়েছে। ৩ দিনের ছুটিতে লক্ষাধিক পর্যটকদের ভিড় জমাবেন বলেই আমাদের আশা। শনিবার থেকেই পর্যটক আসা শুরু হয়ে গেছে। রবিবার থেকে বেরিয়ে এই ভিড় আরও বাড়বে।’ শনিবার যা ভিড় জমেছে সেখানে, তাতে আগামী দুই দিন যে সেখানে তিলধারণের জায়গা থাকবে না, তা বেশ ভালই বুঝতে পেরেছেন পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিরা।