নজরবন্দি ব্যুরো: বাঙালি হোক বা অবাঙালি, ভ্রমণপ্রিয় হলে পছন্দের তালিকায় থাকবে গোয়া। ভারতের মধ্যে অবস্থিত এই ক্ষুদ্র রাজ্য বহু মানুষের ড্রিম ডেসটিনেশন। কিন্তু অনেক সময়েই এত দূরে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। আবার যাওয়ার ইচ্ছে থাকলেও বাজেট থাকে না। তাই দুধের স্বাদ ঘোলে মেটানোর দুর্দান্ত উপায় আছে। কিন্তু কলকাতাবাসীদের জন্য রয়েছে এক সুবর্ণ সুযোগ।
আরও পড়ুন: Ayan Shil: আগামী সপ্তাহেই অয়ন ঘনিষ্ঠ শ্বেতাকে তলব, তালিকায় রয়েছে অয়নের স্ত্রী ও ছেলে

বকখালির কাছে রয়েছে লক্ষ্মীপুর সমুদ্র সৈকত। একে ‘মিনি গোয়া’ বলা হয়। দিঘা-মন্দারমণির মত পর্যটকদের ভিড় এখানে থাকে না। তবে যারা সমুদ্রের তীরে শান্ত নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান তাদের জন্য আদর্শ গন্তব্য। সমুদ্রের পাশেই রয়েছে সুন্দর বসার জায়গা।

কলকাতার কাছেই রয়েছে ‘মিনি গোয়া’, ঘুরে আসুন এই সমুদ্র সৈকতে

সৈকতের কাছাকাছি বড় বড় উইন্ড মিল রয়েছে। এই উইন্ড মিল গুলোই সৈকতের সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে তোলে। বিকেলে বেরিয়ে সমুদ্রের আশেপাশের দোকানগুলি থেকে কেনাকাটা সেরে ফেলতে পারেন। সমুদ্র সৈকতের কাছেই রয়েছে ঝাউবন। কাছেই রয়েছে বকখালি, চাইলেই ঘুরে আসতে পারেন।
কীভাবে যাবেন?
শিয়ালদহ স্টেশন থেকে নামখানা লোকাল ধরে নামখানা স্টেশনে আসতে হবে। সেখান থেকে বাস করে বকখালি। বাস থেকে নামার পর হেঁটেই চলে যাওয়া যাবে লক্ষ্মীপুর সৈকতে।