নজরবন্দি ব্যুরোঃ কর্কটের আর্থিক টানাটানি, বড় বিপদ রয়েছে তুলার। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। আজকের রাশিফল আপনাকে বলবে কেমন যাবে আপনার আজকের দিন।
আরও পড়ুনঃ বছর শুরুর আগেই জানুন ২০২৩ কেমন যাবে, সঙ্গে কোন রাশির জন্য শুভ আর কার জন্যই বা অশুভ।
ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। জেনে নিন আজকের রাশিফলে (Ajker Rashifal) কি অপেক্ষা করছে আপনার জন্যে?

মেষ (Aries): উন্নতির যোগ রয়েছে। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক আসুস্থতা। কোনও ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন। বুদ্ধিবলে জয়। পিতার সঙ্গে অর্থ নিয়ে তর্ক। কানের কোনও সমস্যা বাড়তে পারে।
বৃষ (Taurus): কর্মস্থানে কাজের চাপ নিয়ে চিন্তা। স্ত্রীর দ্বারা ব্যবসায় শুভ কিছু হতে পারে। তৃতীয় ব্যক্তির জন্য সংসারের থেকে দূরত্ব বাড়বে। সন্ধির দ্বারা শত্রুতা প্রশমিত হতে পারে। কোনও আত্মীয়ের প্রভাবে পারিবারিক অশান্তি বাড়তে পারে। সাইনাসের সমস্যায় দিনটাই মাটি।
মিথুন (Gemini): নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপব্যয় হতে পারে। বাড়তি কোনও ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারে। জ্বর-জ্বালায় কষ্ট। পড়াশোনায় খরচ বৃদ্ধি। ব্যবসায় চাপ বৃদ্ধি।

কর্কট (Cancer): আজ সকাল থেকে একটু আর্থিক টানাটানি আসতে পারে। নিজের নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদন্নোতি। বাক্যালাপে বিদ্রুপ ও বিদ্বেষ ভাবের জেরে বিপত্তির আশঙ্কা। ব্যবসায় নিম্নগতি সত্ত্বেও আপাতত বাড়তি বিনিয়োগ না করাই ভাল। শ্লেষ্মাধিক্য ও শ্বাসকষ্টে ভোগান্তি।
সিংহ (Leo): আপনার বক্তব্য সকলের মন জয়ে সমর্থ হবে। ভাই-বোনের সম্পর্কের মধ্যে দূরত্ব আসতে পারে। সঙ্গীতশিল্পীদের শুভ সময়। চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায় কোনও জট থাকলে সেটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ক্রোধ সংযত করা প্রয়োজন। হঠাৎ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে।
কন্যা (Virgo): ধর্ম-আলোচনায় আজ আপনি অনেক দূর পর্যন্ত যাবেন। আজ কোনও কারণে বাড়তি উপার্জন হওয়ার আনন্দ। সৌখিনতার জন্য টাকা-পয়সা খরচ হতে পারে। শরীরে অল্প-বিস্তর সমস্যা থাকতে পারে।উটকো অশান্তি বাড়তে পারে। কোনও কারণে আজ আপনার মানহানি হওয়ার আশঙ্কা।
তুলা (Libra): উদ্যমী হলে কর্ম বাধা কেটে যেতে পারে। সাহিত্য ও সঙ্গীত চর্চায় সাফল্য উপার্জনের নতুন পথ দেখাতে পারে। সুচিকিৎসায় গুরুজনের দেহারোগ্যে উদ্বেগের অবসান। কেনা-বেচা করার জন্য দিনটি শুভ। প্রাপ্তবয়স্কদের কথা মেনে না চললে বিপদের মুখে পড়তে পারেন।সকাল থেকে কাজে প্রচণ্ড চাপ থাকবে।

বৃশ্চিক (Scorpio): শারীরিক উন্নতির জন্য বিশেষ চিকিৎসকের সঙ্গে আলোচনা। কেনা-বেচা করার জন্য দিনটি শুভ। প্রাপ্তবয়স্কদের কথা মেনে না চললে বিপদের মুখে পড়তে পারেন।শারীরিক উন্নতির জন্য বিশেষ চিকিৎসকের সঙ্গে আলোচনা।
ধনু (Sagittarius): কোনও মন্দ লোকের পরামর্শে কোথাও কোনও অর্থ বিনিয়োগ করবেন না। বহুদিনের বকেয়া টাকা ফেরত পেতে পারেন। লিভারের সমস্যাকে উপেক্ষা না করে চিকিৎসকের পরামর্শ মতো চলুন।
মকর (Capricorn): বাড়িতে অতিথি সমাগম হতে পারে। দিনের শেষভাগে সম্মান প্রাপ্তি। কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি। পড়ে গিয়ে দুর্ঘটনা হতে পারে। সন্তানের চঞ্চলতা নিয়ে চিন্তা বৃদ্ধি।
কুম্ভ (Aquarius): নতুন কাজের যোগাযোগ আসতে পারে। ভাইবোনের সঙ্গে সম্পর্কের উন্নতি। পৈতৃক ব্যবসা সম্প্রসারণের জন্য অর্থের সংস্থান হতে পারে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির সম্ভাবনা। অযথা তর্কে যাবেন না, সমস্যা হতে পারে। আজ সারা দিন কোনও ঝুঁকিপ্রবণ কাজ না করাই ভাল।
কর্কটের আর্থিক টানাটানি, বড় বিপদ রয়েছে তুলার, পড়ুন আজকের রাশিফল
মীন (Pisces): সব কাজেই সুনাম পেতে পারেন। আজ ব্যবসায় সহকর্মীর দ্বারা উপকৃত হবেন। বাসস্থান কেনা-বেচার পরিকল্পনা নিয়ে আলোচনা। স্বামী-স্ত্রীর মধ্যে কোনও কারণে কলহ বাধতে পারে। ছোট-খাটো কোনও আঘাত লাগার আশঙ্কা। ন্যায্য সময়ে অর্থ পেয়ে যাবেন।