রয়েছে কোটি কোটি ভক্ত, তবুও একাকীত্বে ভোগেন শাহরুখ খান

নজরবন্দি ব্যুরোঃ বলিউডের বাদশাও একাকীত্বের স্বীকার। বলিউডের নম্বর ১ হিরো তিনি। ৫৭ বছর বয়েসেও নায়কের ভূমিকায় অভিনয় করে অনেক মেয়ের রাতের খুব উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। কিছুদিন আগেই তার পাঠান সিনেমা মুক্তি পেয়েছিল। যা বক্স অফিসে কোটি কোটি টাকা আয় করেছে। তবে এতো সাফল্য নাম পতিপত্তি ভালবাসা পেয়েও নাকি তিনি একাকীত্বে ভোগেন ।

আরও পড়ুনঃ সেরা দশে থেকেও কেন বন্ধের মুখে এই মেগা? দেখুন সেরার তালিকা

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথাই বললেন কিং খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ খান বললেন ”সব দিক থেকেই সফল। তবুও মাঝে মধ্য়ে একা লাগে। দুঃখ হয়। চোখ দিয়ে জল বেরিয়ে আসে।” তিনি আরও বলেন ”যখনই মঞ্চের দিকে হেঁটে যাই। তখনই অনেক কিছু মনের মধ্যে চলে আসে। আমার মা-বাবার কথা। আমি ভাবতে থাকি,
রয়েছে কোটি কোটি ভক্ত, তবু একা কিং খান  তাঁরা যদি এখন থাকতেন। ইমোশনাল হয়ে পড়ি। তখন খুব একা লাগে। তবে হঠাৎই কানে আসে দর্শকদের উল্লাস। ফুল আসছে আমার জন্য। তখনই মন বদলে ফেলি। আমি তো কিং খান! ”

রয়েছে কোটি কোটি ভক্ত, তবু একা কিং খান  

রয়েছে কোটি কোটি ভক্ত, তবু একা কিং খান  
রয়েছে কোটি কোটি ভক্ত, তবু একা কিং খান  

আসলে যত বরই তারকা উনি হোক না কেন মনের দিক থেকে একেবারে সাদামাটা মাটির মানুষ তিনি। বরাবরই নিজের মনের কথা দর্শকদের সাথে ভাগ করে নিতে তিনি ভালবাসেন। তাঁদের সামনে কোন কথা বলতে তিনি দ্বিধাবোধ করেন না। তবে বহু তারকা রয়েছেন তাঁরা তাঁদের ব্যাক্তিগত জিবন ব্যাক্তিগত রাখতে পছন্দ করেন কিন্তু কিং খান একেবারেই আলদা তা বলার অপেক্ষা রাখে না।