28th ডিসেম্বর, 2025 (রবিবার) - 6:08 অপরাহ্ন
19 C
Kolkata

টি২০-র পর একদিনের দল থেকেও ছিটকে যেতে পারেন ঋষভ পন্থ

নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াড ঘোষণার আগে দল নির্বাচনে বড় বদলের ইঙ্গিত, উইকেটকিপার পছন্দে এগোচ্ছে নতুন সমীকরণ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতীয় ক্রিকেটে ফরম্যাটভিত্তিক দল গঠনের প্রক্রিয়া আরও স্পষ্ট হচ্ছে। টি২০ বিশ্বকাপের পর একদিনের ক্রিকেটেও বড় বদলের ইঙ্গিত মিলছে। বোর্ড সূত্রে খবর, আসন্ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের স্কোয়াডে ঋষভ পন্থ–এর জায়গা অনিশ্চিত। এমনকি তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত বলেই ইঙ্গিত।

এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের দল ঘোষণা হলেও সেখানে রাখা হয়নি পন্থকে। সেই সিদ্ধান্ত থেকেই বোঝা যাচ্ছিল, সাদা বলের ক্রিকেটে উইকেটকিপার হিসেবে বিকল্পদের দিকে ঝুঁকছে টিম ম্যানেজমেন্ট। একদিনের দলেও সেই প্রবণতা বজায় থাকতে পারে।

টি২০ ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ভালো পারফরম্যান্সের সুবাদে সঞ্জু স্যামসন–এর নাম আলোচনায় থাকলেও তিন ম্যাচের একদিনের সিরিজে তাঁর সুযোগ পাওয়া এখনও নিশ্চিত নয়। নির্বাচকদের একাংশ মনে করছেন, অভিজ্ঞতা ও ধারাবাহিকতার নিরিখে অন্য বিকল্পদের দিকে তাকানো হতে পারে।

সেই বিকল্পদের তালিকায় জোরালোভাবে উঠে আসছেন ঈশান কিষাণ। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি, যার মধ্যে ২৪ জানুয়ারি মাত্র ৩৩ বলে বিধ্বংসী শতরান নজর কেড়েছে। ২০২৩ সালের ১১ অক্টোবরের পর আন্তর্জাতিক ম্যাচ না খেললেও, এই ঘরোয়া পারফরম্যান্স তাঁর প্রত্যাবর্তনের পথ খুলে দিতে পারে।

একই সঙ্গে নজরে রয়েছেন শ্রেয়স আয়ার। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেও, সুস্থ হয়ে ফেরার পর একদিনের দলে তাঁর জায়গা ফের পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মিডল অর্ডারে স্থিতি ফেরাতে শ্রেয়সকে গুরুত্বপূর্ণ মনে করছেন নির্বাচকরা।

সব মিলিয়ে, নিউজিল্যান্ড সিরিজের একদিনের স্কোয়াডে অভিজ্ঞতার ভারসাম্য ফেরাতে দলে ফিরতে পারেন দুই মহাতারকা—রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তাঁদের উপস্থিতিতে নেতৃত্ব ও ব্যাটিং গভীরতা—দুটোই বাড়বে বলে ধারণা।

এই সপ্তাহেই স্কোয়াড ঘোষণার কথা। সাদা বলের ক্রিকেটে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে নির্বাচকদের সিদ্ধান্ত কোন দিকে যায়, সেদিকেই এখন নজর ক্রিকেটপ্রেমীদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading