শনিবার সকালে কলকাতায় পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে ‘পরিবর্তন সংকল্প’ কর্মসূচির অংশ হিসেবে মতুয়া গড় এলাকায় সভায় যোগ দেওয়ার কথা ছিল তাঁর। নির্ধারিত সূচি অনুযায়ী বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী।
সকাল ১০টা ৩৩ মিনিটে বিমানবন্দরে পৌঁছনোর পরে রাজ্যের তরফে তাঁকে স্বাগত জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মুখ্যসচিব মনোজ পন্থ। এর পরে সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ হেলিকপ্টারে করে তাহেরপুর-এর উদ্দেশে রওনা দেন তিনি।
ঘন কুয়াশায় অবতরণ সম্ভব হয়নি
তবে আবহাওয়ার বাধায় পরিকল্পনায় বদল আনতে হয়। ঘন কুয়াশার কারণে রানাঘাট এলাকার হেলিপ্যাডে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করতে পারেনি। নিরাপত্তা ও উড়ান সংক্রান্ত বিধি মেনে কপ্টারটি ফের কলকাতায় ফিরিয়ে আনা হয়।
পরিস্থিতি পর্যালোচনার পরে বিকল্প ব্যবস্থা হিসেবে সড়কপথে তাহেরপুরের উদ্দেশে রওনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর, উচ্চ পর্যায়ে সমন্বয় বৈঠকের পরেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
নিরাপত্তা প্রোটোকল মেনে সিদ্ধান্ত
প্রধানমন্ত্রীর যাতায়াত ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)-র তত্ত্বাবধানে থাকে। আবহাওয়ার অনিশ্চয়তা ও রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ীই পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
সব মিলিয়ে, কুয়াশাজনিত কারণে উড়ান পরিকল্পনায় সাময়িক পরিবর্তন হলেও প্রধানমন্ত্রীর কর্মসূচি বজায় রাখার দিকেই এগিয়েছে প্রশাসন।








