বাংলাদেশে চলমান অশান্তির প্রভাব যাতে কোনওভাবেই কলকাতার আইন-শৃঙ্খলার উপর না পড়ে, সে বিষয়ে কড়া নির্দেশ দিলেন মনোজ ভার্মা। শনিবার কলকাতা পুলিশের মাসিক ক্রাইম মিটিংয়ে এই বিষয়ে স্পষ্ট বার্তা দেন তিনি।
সূত্রের খবর, বৈঠকে কমিশনার জানান, প্রতিবেশী দেশে তৈরি হওয়া যে কোনও উত্তেজনার প্রতিফলন শহরে দেখা দিলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে কলকাতা পুলিশের আওতাধীন সংবেদনশীল এলাকাগুলিতে বাড়তি নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শহর ও শহরতলিতে বাড়তি সতর্কতা
এসআইআর সংক্রান্ত শুনানির সময় যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য শহর ও শহরতলির থানা এলাকাগুলিতে নজরদারি আরও জোরদার করতে বলা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগাম প্রস্তুতির উপরও জোর দেন কমিশনার।
উৎসবের মরশুমে নিরাপত্তাই অগ্রাধিকার
সামনেই বড়দিন ও নববর্ষ। এই সময়ে শহরে নৈশ পার্টি, রাস্তায় ভিড় এবং চলাচল বেড়ে যায়। সেই কারণে আইন-শৃঙ্খলা বজায় রাখতে থানাগুলিকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে শ্লীলতাহানি বা অভব্য আচরণের অভিযোগে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মদ্যপ চালক ও হোটেল-গেস্ট হাউসে নজর
উৎসবের রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি, হোটেল ও গেস্ট হাউসগুলিতে নিয়মিত তল্লাশি ও অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় থানাগুলিকে।
অগ্নিকাণ্ড রুখতে গুদামগুলির লাইসেন্স খতিয়ে দেখার নির্দেশ
সম্প্রতি শহরে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়। দাহ্য পদার্থ মজুত রাখা গুদামগুলির লাইসেন্স ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে বলা হয়েছে।
প্রতিটি থানাকে তাদের এলাকায় থাকা গুদামগুলির তালিকা তৈরি করে, কী ধরনের দাহ্য বস্তু মজুত রয়েছে তার বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন কমিশনার। কোথাও অনিয়ম ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও স্পষ্ট করে জানানো হয়েছে।








