নজরবন্দি ব্যুরোঃ মেধা তালিকায় বঞ্চিতদের জন্য বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা দফতর৷ শিক্ষা দফতরের গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা দফতর৷ এটা কার্যত ক্ষতে প্রলেপ বলেই মনে করা হচ্ছে।
এই মুহুর্তে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত একাধিক মামলায় জর্জরিত রাজ্য সরকার৷ একাধিক মামলার তদন্তভার বর্তেছে সিবিআইয়ের ওপর। নিয়োগ দুর্নীতি অভিযোগে বুধবার সিবিআই জেরার মুখোমুখি হতে হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। সিবিআই জেরার মুখে পড়তে হয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চট্টোপাধ্যায়কে।
এরই মধ্যে ধর্মতলায় লাগাতার আন্দোলনে শামিল হয়েছেন হবু শিক্ষকরা৷ আন্দোলনস্থলে বিরোধী দলের নেতৃত্বদের যাতায়ত শাসক দলের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে৷ তাই স্বচ্ছতা আনতে নিয়োগ চাইছে রাজ্য সরকার৷ বৃহস্পতিবার সেটার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মেধা তালিকায় বঞ্চিতদের জন্য বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা দফতর৷
শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, আদালতের যদি কোনও বাধা না থাকে, সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের নিয়ম মেনে শীঘ্রই একাধিক পদে নিয়োগ হতে চলেছে।