প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের পরই বাংলায় আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, চলতি মাসের শেষ দিকে—সম্ভবত ২৯ ও ৩০ তারিখ—দু’দিনের রাজ্য সফরে থাকবেন তিনি। তবে এই সফরে কোনও জনসভা নয়, রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকই মূল কর্মসূচি।
বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য রাজনীতি উত্তপ্ত এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) ইস্যুতে। শাসকদল তৃণমূল ইতিমধ্যেই জনসভা শুরু করেছে। এই প্রেক্ষাপটে বিজেপির সংগঠনকে আরও চাঙ্গা করতেই শাহের এই সফর বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।
বৈঠকে বিধানসভা ভোটের রণনীতি, বুথ স্তরে সংগঠনের শক্তি কতটা বাড়ানো গেছে এবং কোন কোন ইস্যুকে সামনে রেখে বিজেপি লড়াইয়ে নামবে—সেই সব বিষয়েই আলোচনা হওয়ার কথা। দলীয় সূত্রের মতে, এসআইআর নিয়ে ওঠা অভিযোগ ও আশঙ্কাও আলোচনার কেন্দ্রে থাকবে।
বাংলায় অনুপ্রবেশ ইস্যুতে বিজেপির রাজ্য নেতৃত্ব দীর্ঘদিন ধরেই সরব। এসআইআর প্রক্রিয়ায় প্রায় এক কোটি নাম বাদ যেতে পারে—এই দাবি তুলে ইতিমধ্যেই রাজনৈতিক চাপ বাড়িয়েছে বিরোধী শিবির। পাশাপাশি, মতুয়া সম্প্রদায়ের বহু ভোটারের নাম বাদ পড়তে পারে বলে শঙ্কাও প্রকাশ করেছেন বিজেপি নেতারা। স্বাভাবিকভাবেই, এই সংবেদনশীল বিষয়টি নিয়ে অমিত শাহের সঙ্গে বিস্তারিত আলোচনা হতে পারে।
উল্লেখ্য, শনিবার রানাঘাট মহকুমার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা রয়েছে। সরকারি কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক জনসভাও করবেন তিনি। রানাঘাট ও আশপাশের এলাকায় মতুয়া ভোটারদের প্রভাব যথেষ্ট। এসআইআর আবহে প্রধানমন্ত্রীর বক্তব্য কী হয়, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।
সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে, প্রধানমন্ত্রীর সফরের পরপরই দু’দিনের জন্য বাংলায় আসবেন অমিত শাহ। বিধানসভা ভোটের আগে এই সফরকে বিজেপির সংগঠনগত প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ বলেই দেখছেন দলের নেতারা।









