19th জানুয়ারি, 2026 (সোমবার) - 12:28 পূর্বাহ্ন
18 C
Kolkata

বেসরকারিদের টেক্কা দিতে মাঠে নামল BSNL, ৫ টিবি ডেটা ও ২০০ Mbps গতির সুপারহিট অফার

পোঙ্গল উৎসবে গ্রাহকদের জন্য বড় চমক BSNL-এর। ২০০ Mbps স্পিড, ৫ টিবি ডেটা ও OTT সুবিধাসহ সুপারস্টার প্রিমিয়াম প্ল্যান মিলছে মাত্র ৭৯৯ টাকায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বেসরকারি টেলিকম সংস্থাগুলির দৌরাত্ম্যের মাঝেই বড় চমক দিল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। গ্রাহকদের ধরে রাখতে ও নতুন ব্যবহারকারী টানতে পোঙ্গল উৎসব উপলক্ষে একেবারে নতুন ব্রডব্যান্ড অফার এনেছে BSNL। এই প্ল্যানে মিলবে বিশাল ৫০০০ জিবি ডেটা, ঝড়ের গতির ২০০ Mbps স্পিড এবং সঙ্গে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের বিনামূল্যে অ্যাক্সেস। কম দামে এত সুবিধা—এই মুহূর্তে যা বেসরকারি সংস্থাগুলির জন্য কার্যত বড় চ্যালেঞ্জ।

এই অফারটি বিশেষভাবে উপযোগী তাঁদের জন্য, যাঁরা বাড়ি থেকে কাজ করেন, অনলাইন পড়াশোনা করেন কিংবা নিয়মিত 4K ভিডিও স্ট্রিমিং ও গেমিংয়ে অভ্যস্ত। একাধিক ডিভাইস একসঙ্গে যুক্ত থাকলেও ইন্টারনেটের গতি কমবে না—এই প্রতিশ্রুতিই দিচ্ছে BSNL।

পোঙ্গল বিশেষ ‘সুপারস্টার প্রিমিয়াম ওয়াই-ফাই’ প্ল্যান

BSNL-এর এই বিশেষ প্ল্যানে গ্রাহকরা পাবেন ২০০ Mbps হাই-স্পিড ব্রডব্যান্ড কানেকশন। তার সঙ্গে প্রতি মাসে ৫০০০ জিবি বা ৫ টিবি ডেটা, যা ভারী ডাউনলোড, অনলাইন মিটিং এবং টানা স্ট্রিমিংয়ের জন্য যথেষ্ট। শুধু ইন্টারনেট নয়, বিনোদনের দিকেও নজর রেখেছে সংস্থা। একাধিক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে ফ্রি অ্যাক্সেস দেওয়া হচ্ছে এই প্ল্যানে।

দাম শুনলে চমক লাগবেই

এই ‘সুপারস্টার প্রিমিয়াম ওয়াই-ফাই’ প্ল্যানের নিয়মিত মাসিক মূল্য ৯৯৯ টাকা। তবে পোঙ্গল স্পেশাল অফারের আওতায় গ্রাহকরা যদি একসঙ্গে ১২ মাসের বিল পরিশোধ করেন, তাহলে প্রতি মাসে খরচ পড়বে মাত্র ৭৯৯ টাকা। অর্থাৎ প্রায় ২০ শতাংশ পর্যন্ত ছাড়। সংস্থার দাবি, এই দামে এত সুবিধা বেসরকারি ব্রডব্যান্ড কোম্পানিগুলোর পক্ষে দেওয়া কার্যত অসম্ভব। অফারটি ইতিমধ্যেই কার্যকর হয়েছে।

BSNL-এর ৩৪৭ টাকার রিচার্জ প্ল্যানেও বড় সুবিধা

ব্রডব্যান্ডের পাশাপাশি মোবাইল গ্রাহকদের জন্যও আকর্ষণীয় অফার রেখেছে BSNL। ₹৩৪৭ রিচার্জ প্ল্যানে সারা ভারত জুড়ে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা মিলবে। রোমিংয়ের সময়েও আলাদা কোনও চার্জ দিতে হবে না। যাঁরা কম বাজেটে বেশি ডেটা ও কলিং সুবিধা চান, তাঁদের জন্য এই প্ল্যানটি বেশ লাভজনক বলেই মনে করছে টেলিকম বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading