13th জানুয়ারি, 2026 (মঙ্গলবার) - 10:48 অপরাহ্ন
19 C
Kolkata

মকর সংক্রান্তির আগেই সূর্য-চাঁদের বিরল ব্যাতিপত যোগ! অশুভের আশঙ্কার মাঝেই ৩ রাশির জীবনে খুলছে সৌভাগ্যের দরজা

মকর সংক্রান্তির আগেই সূর্য-চাঁদের বিরল ব্যাতিপত যোগ। অশুভের আশঙ্কার মাঝেও বৃষ, সিংহ ও কুম্ভ রাশির জন্য বড় সুখবর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নতুন বছরের শুরুতেই গ্রহ-নক্ষত্রের জটিল খেলায় জ্যোতিষ মহলে চর্চা তুঙ্গে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই সূর্য ও চাঁদের বিশেষ সংযোগে তৈরি হতে চলেছে ব্যাতিপত যোগ—যা শাস্ত্রমতে অত্যন্ত শক্তিশালী ও সংবেদনশীল এক জ্যোতিষ যোগ। মকর সংক্রান্তির ঠিক আগেই এই যোগ তৈরি হওয়ায় অনেকের জীবনে তৈরি হতে পারে অস্থিরতা ও মানসিক চাপ। তবে অমঙ্গলের আশঙ্কার মাঝেও ব্যতিক্রম রয়েছে। মঙ্গলবার, ১৩ জানুয়ারি গঠিত এই ব্যাতিপত যোগ তিনটি রাশির জাতকদের জন্য আনতে পারে বড় সুখবর ও অপ্রত্যাশিত সাফল্য

জ্যোতিষ মতে, সূর্য সাহস, আত্মবিশ্বাস ও কর্মশক্তির প্রতীক। অন্যদিকে চাঁদ নিয়ন্ত্রণ করে মন, আবেগ ও মানসিক ভারসাম্য। আগুন ও জলের এই দুই বিপরীত শক্তির সংঘাতে তৈরি হয় ব্যাতিপত যোগ। সাধারণত এই যোগকে অশুভ ধরা হলেও, বিশেষ কিছু রাশির ক্ষেত্রে এর প্রভাব হয় সম্পূর্ণ উল্টো—সুযোগ ও সাফল্যে ভরা।

ব্যাতিপত যোগে সৌভাগ্যবান ৩ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের জন্য এই সূর্য-চাঁদের সংযোগ অত্যন্ত শুভ ইঙ্গিত দিচ্ছে।

সিংহ রাশি

সূর্য দ্বারা শাসিত সিংহ রাশির উপর ব্যাতিপত যোগের প্রভাব সবচেয়ে শক্তিশালী।

  • দীর্ঘদিনের মানসিক চাপ থেকে মুক্তি

  • হঠাৎ সুখবর বা প্রিয় মানুষের সঙ্গে সাক্ষাৎ

  • চাকরিজীবীদের জন্য নতুন দায়িত্ব ও পদোন্নতির সম্ভাবনা

  • ব্যবসায়ীরা বড় চুক্তি বা সম্প্রসারণের সুযোগ পেতে পারেন

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকদের জন্য এই যোগ আর্থিক দিক থেকে বিশেষ লাভজনক।

  • চাকরিতে স্থায়িত্ব ও উন্নতির ইঙ্গিত

  • নতুন বিনিয়োগে লাভের সম্ভাবনা

  • পুরোনো বিনিয়োগ থেকেও অর্থপ্রাপ্তি

  • ব্যবসায় ধীরে ধীরে লাভের মুখ দেখার যোগ

জ্যোতিষবিদদের মতে, ব্যাতিপত যোগের সময় অহেতুক ঝুঁকি এড়িয়ে চলা এবং ধৈর্য বজায় রাখা জরুরি। তবে যাঁদের রাশিতে এই যোগ শুভ প্রভাব ফেলছে, তাঁদের জন্য মকর সংক্রান্তির আগেই খুলে যেতে পারে সাফল্যের নতুন রাস্তা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading