বাবা হবার পর ফের এক ছবিতে যশ-নুসরত
বাবা হবার পর ফের এক ছবিতে যশ-নুসরত

নজরবন্দি ব্যুরোঃ নুসরত জাহানের হাতে এখন একের পর এক কাজ। ছেলের বয়স সবে তিন মাস। এর মধ্যেই একটা ছবির কাজ প্রায় শেষ করে ফেলেছেন। আর আরেকটা ছবির মহরত হবে কাল।

আরও পড়ুনঃ “মানিকে মাগে হিথে”, গানে নাচের ভিডিও ভাইরাল শ্রীলেখার

আর সেই ছবিতে আবার নুসরতের সাথে দেখা যাবে যশ দাশগুপ্তকে।মা-বাবা হওয়ার পর এটাই ‘যশরত’ জুটির একসাথে । ছবির নাম ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’। ছবির প্রযোজক এনা সাহা।

বাবা হবার পর ফের এক ছবিতে যশ-নুসরত
বাবা হবার পর ফের এক ছবিতে যশ-নুসরত

আর পরিচালক শিলাদিত্য মৌলিক। ছাত্র রাজনীতির প্রেক্ষাপটেই তিন বন্ধুর গল্প নিয়ে এই ছবি। আগামীকাল বৃহস্পতিবার ছবির মহরত।

বাবা হবার পর ফের এক ছবিতে যশ-নুসরত

বাবা হবার পর ফের এক ছবিতে যশ-নুসরত

উপস্থিত থাকবেন পরিচালক শিলাদিত্য, অন্যতম প্রযোজক এনা, অভিনেতা যশ ও নুসরত। সব ঠিক থাকলে ডিসেম্বর থেকে শুরু হবে শ্যুট।