জনসংখ্যায় ৮০০ কোটির মাইলফলক ছুঁল বিশ্ব, প্রথম স্থান দখলের পথে ভারত!
Population Of The World Touches 800 Crores

নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার ৮০০ কোটির মাইলফলক ছুঁয়েছে বিশ্ব। বিশ্বের জনসংখ্যা বেড়ে দাঁড়াল ৮০০ কোটি। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল, আগামি বছর চিনকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হতে চলেছে ভারত। বিশ্ব ৮০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলায় খুশি রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘ ৮০০ কোটি সংখ্যাটিকে ‘মানবতার কৃতিত্বের একটি অন্যতম নজির’ বলে দাবি করেছে।

আরও পড়ুনঃ চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার, সফলভাবে উৎক্ষেপণ ‘আর্টেমিস ১’

রাষ্ট্রসংঘের জনসংখ্যা গণনা দফতর (ইউএনএফপিএ) বলেছে, ”আমাদের জনসংখ্যার বৃদ্ধি মানবতার কৃতিত্বের একটি প্রমাণ। যার মধ্যে দারিদ্র্য এবং লিঙ্গ বৈষম্য হ্রাস, স্বাস্থ্যসেবার অগ্রগতি এবং শিক্ষার সম্প্রসারণের মত বিষয়গুলো রয়েছে। এর ফলে আরও বেশি মহিলারা সন্তান জন্মদানের পরও বেঁচে আছেন। আরও বেশি শিশু তাদের প্রারম্ভিক বছরগুলোয় বেঁচে আছে। বহু মানুষ দশকের পর দশক দীর্ঘতর, স্বাস্থ্যকর জীবনযাপন করেছেন।”

জনসংখ্যায় ৮০০ কোটির মাইলফলক ছুঁল বিশ্ব, চিন কে পেরিয়ে প্রথম স্থান দখলের পথে ভারত!
জনসংখ্যায় ৮০০ কোটির মাইলফলক ছুঁল বিশ্ব, চিন কে পেরিয়ে প্রথম স্থান দখলের পথে ভারত!

তবে অনেক বিশেষজ্ঞই জনসংখ্যার এই বৃদ্ধি নিয়ে উদবিঘ্ন। রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক আধিকারিক লিউ জেনমিন বলেছেন, “দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ক্ষুধা ও দারিদ্রের চ্যালেঞ্জকে আরও প্রবল করে তুলতে পারে। কারণ, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি দারিদ্র্য দূরীকরণ, ক্ষুধা ও অপুষ্টির বিরুদ্ধে লড়াই এবং স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার ঠিকমত দেওয়ার লড়াইকে কঠিন থেকে কঠিনতর করে তোলে।”

জনসংখ্যায় ৮০০ কোটির মাইলফলক ছুঁল বিশ্ব, প্রথম স্থান দখলের পথে ভারত!

জনসংখ্যা বৃদ্ধির প্রসঙ্গে রাষ্ট্রসংঘ জানিয়েছে, “বিশ্বে জনসংখ্যা ১৯৫০ সালের পর থেকেই ধীর গতিতে বাড়ছে। ২০২০ সালে এই বৃদ্ধি ১ শতাংশের নীচে নেমে এসেছে। বর্তমানের গতিতে চললে বিশ্বের জনসংখ্যা ২০৩০ সালে প্রায় ৮৫০ কোটি এবং ২০৫০ সালে ৯৭০ কোটি হতে পারে। ২০৮০-র দশকে তা পৌঁছবে ১,০৪০ কোটি এবং ২১০০ সালেও একই অনুপাতে বাড়বে।”

জনসংখ্যায় ৮০০ কোটির মাইলফলক ছুঁল বিশ্ব, চিন কে পেরিয়ে প্রথম স্থান দখলের পথে ভারত!

জনসংখ্যায় ৮০০ কোটির মাইলফলক ছুঁল বিশ্ব, প্রথম স্থান দখলের পথে ভারত!

রাষ্ট্রসংঘের বক্তব্য, ২০৫০ সাল পর্যন্ত বিশ্বব্যাপী জনসংখ্যার অর্ধেকেরও বেশি বৃদ্ধি আটটি দেশে কেন্দ্রীভূত হবে। সেই দেশগুলো হল- গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, মিশর, ইথিওপিয়া, ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইনস এবং তানজানিয়া প্রজাতন্ত্র।