নজরবন্দি ব্যুরো: টোকিও অলিম্পিকে ডিসকাস থ্রোয়ে সোনা জিতে নজির সৃষ্টি করেছিলেন। এবার বিশ্ব ক্রম তালিকায় একনম্বর অ্যাথলিট হিসেবে নিজেকে তুলে ধরলেন নীরজ চোপড়া। সোমবারই বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থা যে ক্রম তালিকা প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে ভারতের এই কিংবদন্তি অ্যাথলিট শীর্ষে রয়েছেন।
আরও পড়ুন: বহু ট্রেন বাতিল বাংলায়, দুর্ভোগ চলবে একটানা ২০ দিন।
তিনি বিশ্ব চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্সকে স্থানচ্যুত করে একনম্বর স্থান দখল করেন। গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্সের থেকে ২২ পয়েন্টে এগিয়ে থেকে একনম্বর হয়েছেন নীরজ। উল্লেখ্য, নীরজের সংগৃহীত পয়েন্ট ১৪৫৫।
অ্যান্ডারসন পিটার্সের পয়েন্ট ১৪৩৩। নীরজকে ১ নম্বরে নিয়ে যেতে সাহায্য করেছে দোহা ডায়মন্ড লিগে সোনা জয়। সেখানে ৮৮.৬৭ মিটার ছোড়েন তিনি। গত বার দোহায় ৯৩ মিটার দূরে জ্যাভলিন ছুড়েছিলেন পিটার্স। এ বার ৮৫.৮৮ মিটার ছুড়ে তৃতীয় স্থানে তিনি।
নীরজের নজির, বিশ্বের একনম্বর ভারতের সোনার ছেলে
পিটার্সকে টপকে সোনা জেতায় ক্রমতালিকাতেও এক নম্বরে উঠলেন নীরজ।এ বার সামনে ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্স। সেখানেও দেশের হয়ে সোনা জেতার লক্ষ্যে নামবেন নীরজ। তার জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।