বিশ্বকাপে সব দলই পাবে প্রচুর টাকা, চ্যাম্পিয়নরা কত পাবে জানেন?
World Cup prize money

নজরবন্দি ব্যুরো: দেশের মাটিতে হতে চলা ওডিআই বিশ্বকাপের খেলা এখন মধ্য গগনে। আর এই মহা টুর্নামেন্টে দুর্দান্ত খেলছে ভারত। এখন পর্যন্ত ৮ ম্যাচের মধ্যে ৮ টি তেই জিতেছে টিম ইন্ডিয়া। এ বার আইসিসির পক্ষ থেকে এই মেগা ইভেন্টের প্রাইজমানি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: রোহিত শর্মা অধিনায়ক হতেই চায়নি, সাফ জানালেন সৌরভ

এই টুর্নামেন্টে অংশ নিয়েছে ১০টি দল। ভারতের ১০টি শহরে খেলছে টুর্নামেন্টে অংশ নেওয়া মোট ১০টি দল। এ বারের ওডিআই বিশ্বকাপে মোট ১ কোটি মার্কিন ডলার আর্থিক পুরস্কার থাকছে। কোনও দলই এই টুর্নামেন্ট থেকে খালি হাতে দেশে ফিরবে না।

ICC WC23: বিশ্বকাপে সব দলই পাবে প্রচুর টাকা, চ্যাম্পিয়নরা কত পাবে জানেন?

এর মধ্যে শুধু চ্যাম্পিয়ন দলই পাবে ৪০ লাখ মার্কিন ডলার। রানার্সআপ দলটি পাবে ২০ লাখ মার্কিন ডলার। সেমিফাইনাল থেকে যে দল দুটি বাদ পড়বে, তারা পাবে ৮ লাখ ডলার করে। আর প্রথম রাউন্ড থেকে বাদ পড়া ৬ দল পাবে ১ লাখ ডলার করে।

বিশ্বকাপে সব দলই পাবে প্রচুর টাকা, চ্যাম্পিয়নরা কত পাবে জানেন?

ICC WC23: বিশ্বকাপে সব দলই পাবে প্রচুর টাকা, চ্যাম্পিয়নরা কত পাবে জানেন?

প্রথম রাউন্ডে সব মিলিয়ে খেলা হবে ৪৫টি ম্যাচ। প্রতিটি ম্যাচে জয়ী দল পাবে ৪০ হাজার ডলার। সব মিলিয়ে ৪৫টি ম্যাচের বিজয়ী দলের জন্য অর্থ পুরস্কার ১৮ লাখ ডলার। উল্লেখ্য, ২০২৫ সালে মেয়েদের যে আইসিসি বিশ্বকাপ হবে সেখানেও প্রাইজমানি একই রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

ICC WC23: বিশ্বকাপে সব দলই পাবে প্রচুর টাকা, চ্যাম্পিয়নরা কত পাবে জানেন?