নজরবন্দি ব্যুরোঃ সিবিআইয়ের তদন্ত নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি নিয়োগের সঙ্গে যুক্তদের কখনও ধেড়ে ইঁদুর, আবার কখনও দুর্নীতির মাথাদের সম্পর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা গেছে বিচারপতিকে। বুধবার এক অভিনেত্রীর যুক্ত থাকার কথা বলে জল্পনা বাড়িয়েছেন বিচারপতি। এবার বিচারপতিকেই নিশানা করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তাঁর কথায়, সময় নষ্ট করছেন কেন?
তিনি বলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কথাবার্তা যা শুনি, তাতে মনে হয় ওনার জ্ঞান প্রবল। উনি অত্যন্ত সচেতন। গোটা বিষয়টায় ওনার একটা স্পষ্ট ধারণা রয়েছে। উনি মাথা কে জানেন, উনি ধেড়ে ইঁদুর কী জিনিস জানেন, তার কারণ উনি দীর্ঘ দিন এই স্কুল সার্ভিস কমিশনের আইনি ব্যবস্থার সঙ্গে জড়িত ছিলেন। ফলে অহেতুক রাজ্য সরকার, রাজ্য পুলিশ, তাঁদের হাত থেকে চলে গেল সিবিআইতে। সিবিআই, ইডি তাঁরাও নাকি পারছে না। এর একমাত্র সলিউশন হল বিচারপতি গঙ্গোপাধ্যায় যিনি গোটা বিষয়টা জানেন।

এরপরেই তিনি বলেন, তাঁকে এই মামলার বিচারপতি হিসেবে রাখলে সময় নষ্ট হবে। তদন্তকারী সংস্থাগুলি কাঠগড়ায় উঠবে, তাঁদের সময় নষ্ট হবে। ফলে, তাঁকে সাক্ষী হিসেবে রাখা হোক। তিনি গোপন জবানবন্দী দিন। উনি বলে দিন কে মাথা? কে লেজ? কে কাকে কি করেছে? আকারে ইঙ্গিতে অহেতুক সময় নষ্ট হচ্ছে।
সময় নষ্ট করছেন কেন? বিচারপতিকে প্রশ্ন কুণালের

তৃণমূলের মুখপাত্রকে পাল্টা কটাক্ষ সিপি(আই)এমের রাজ্যসভার সদস্য বিকাশরঞ্জন ভট্টাচার্যের। তিনি বলেন, তৃণমূল দলটা একটা অশিক্ষিত মুর্খ লোকেদের সমাবেশ হয়েছে যারা দুর্নীতিতে পারদর্শী। বিচারব্যবস্থা আইন এসব যুক্তিবোধ সম্পর্কে তাঁরা দূরে থাকেন। যিনি মুখপাত্র তিনি চিটফান্ডের অন্যতম অভিযুক্ত হিসেবে বিচারাধীন রয়েছেন। বহুদিন তিনি কারাগারে ছিলেন। এমনকি চিটফান্ডের সবথেকে বেশী সুবিধে যিনি পেয়েছিলেন, সেই নেত্রীর তিনি দালালি করছেন।