নজরবন্দি ব্যুরো: কেএস ভরতের পরিবর্তে ঋদ্ধিমান সাহাকে নিয়ে যাওয়া উচিত ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। অভিজ্ঞতা এবং দক্ষতার জন্যই ঋদ্ধির হয়ে জোরালো সওয়াল করছেন দেশের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং। ৭ জুন থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।
আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনার জের, বাতিল অনেক ট্রেন কার্যত স্তব্ধ দক্ষিণ-পূর্বে রেল পরিষেবা
উইকেটকিপার হিসেবে ঈশান কিষান এবং কেএস ভরতকে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু প্রাক্তন ক্রিকেটাররা শ্রীকর ভরতের উপর আস্থা রাখতে পারছেন না। যেমন প্রাক্তন স্পিনার হরভজন সিং মনে করেন ঋদ্ধিমান সাহাকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া উচিত ছিল তাঁর অভিজ্ঞতা এবং ছন্দের জন্যই।
একই বক্তব্য দুই প্রাক্তন জাতীয় নির্বাচকেরও।২০২২ সালের ফেব্রুয়ারির পর ভারতের হয়ে আর খেলেননি বাঙালি উইকেটরক্ষক-ব্যাটার। হরভজন বলেছেন, ‘‘ঋদ্ধিমান এক বছরের বেশি খেলেনি ঠিকই। আমার মনে হয় না এটা কোনও বিষয়। এখন ভারতের হয়ে ভরত খেলছে।
ঋদ্ধিমান থাকলে ওকেই খেলাতে বলতাম। কারণ ঋদ্ধিমান অভিজ্ঞ এবং উইকেটরক্ষক হিসাবেও অনেক দক্ষ। লোকেশ রাহুল খেলার মতো অবস্থায় থাকলে ওকেও আমি ভরতের থেকে এগিয়ে রাখব।’’

অপর দিকে প্রাক্তন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ বলেন, ”ঈশান কিষানের পরিবর্তে ভরতকেই নেবে সবাই। অ্যাওয়ে সিরিজে পন্থের বিকল্প পাওয়া রীতিমতো কঠিন। কোনও উইকেট কিপার ব্যাটার ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে সেঞ্চুরি করতে পারেনি। ফলে পন্থকে সরানো কঠিন।
টেস্ট ফাইনালে কেন নেই ঋদ্ধিমান? ফের প্রশ্ন তুললেন হরভজন সহ প্রাক্তন নির্বাচকরা
এমন একজন উইকেট কিপার দরকার যে একশো ওভার ধরে ফিট থাকবে।” আবার আরও এক প্রাক্তন নির্বাচক শরণদীপ সিংহ কটাক্ষের সুরে বলেছেন, ‘‘টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য উইকেটরক্ষক হিসাবে ঈশান এবং ভরতকে দলে নেওয়ার মধ্যে কোনও বুদ্ধিমত্তার ছাপ নেই।’’