আগামীতে রাজ্যকে পথ দেখাবে শক্তিশালী বামফ্রন্ট, পুরসভা নির্বাচনের দাবি সূর্যকান্তের।
আগামীতে রাজ্যকে পথ দেখাবে শক্তিশালী বামফ্রন্ট, পুরসভা নির্বাচনের দাবি সূর্যকান্তের।

নজরবন্দি ব্যুরোঃ আগামীতে রাজ্যকে পথ দেখাবে শক্তিশালী বামফ্রন্ট, জানিয়ে দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এদিন আলিপুরদুয়ারে কমরেড রঞ্জিত দাশগুপ্ত ভবনে এক বৈঠক করেন সিপিআইএম রাজ্য সম্পাদক। বৈঠক শেষে তিনি দ্রুত পুরসভা নির্বাচনের দাবি তোলেন। স্বভাব সিদ্ধ ভঙ্গিতে আক্রমণ করেন রাজ্য সরকারকে। মুখ্যমন্ত্রীর বিধান পরিষদ গঠন করার ইচ্ছেতে বিল পাশ করানোকে কটাক্ষ করেন মিশ্র।

আরও পড়ুনঃ শিক্ষক নিয়োগে বড় খবর, তালিকায় নাম না থাকলেও চাকরি পাওয়ার সুযোগ।

তিনি বলেন রাজ্যে ১৩৪ টি পুরসভা প্রশাসক দিয়ে চালাতে হচ্ছে। সেখানে নির্বাচন করানোর মুরোদ নেই, মুখ্যমন্ত্রী বিধানপরিষদ গঠন করবেন। জোট প্রসঙ্গে সূর্যকান্ত বলেন আর যার সাথেই জোট হোকনা কেন তৃণমূল বা বিজেপির সাথে কোনদিন জোট করা হবেনা। তিনি বলেন, পুরসভা নির্বাচনে জেলা ভিত্তিক জোট গড়ে লড়বে CPIM। বিভিন্ন জেলায় বিভিন্ন দলের শক্তির নিরিখে কার সাথে জোট করে লড়া হবে তা নিশ্চিত করবে বামফ্রন্ট। সূর্যের কথায়, আগামীতে রাজ্যকে পথ দেখাবে শক্তিশালী বামফ্রন্ট।

সুর্যকান্ত সাফ জানান, প্রত্যেক জেলায় বামফ্রন্ট নেতৃত্ব নিজেদের মতো করে বিজেপি এবং তৃণমূল বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করে পৌরসভা নির্বাচনে লড়াই করবে। এদিন পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়েও রাজ্য সরকারকে একহাত নেন সুর্যকান্ত। বলেন, পেট্রোপণ্যের মুল্যবৃদ্ধিতে তৃণমুলের প্রতিবাদ চলছে রাজ্যজুড়ে। কিন্তু পেট্রোপণ্যের মুল্যবৃদ্ধিতে সেস ছাড় দেওয়ার ক্ষমতা রাজ্যের হাতে রয়েছে। তা করছে না সরকার। সেটা করলেই অনেকটা দাম কমে যাবে।

আগামীতে রাজ্যকে পথ দেখাবে শক্তিশালী বামফ্রন্ট, বললেন সুর্যকান্ত মিশ্র

বিধানসভা ভোট প্রসঙ্গে সুর্যবাবু বলেন, নির্বাচনে প্রমাণিত হয়েছে বিজেপিকে মানুষ চায়না। কিন্তু কোন বিকল্প না পেয়ে মানুষ তৃণমূল কে ভোট দিয়েছে। নিজেদের দল এবং জোট সম্পর্কে তাঁর বক্তব্য, বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চাকে মানুষ ভাল্ভাবে নেয়নি। তবে একক ভাবে ১৩৮টি আসনে লড়ে ৯৪টি আসনে লোকসভার থেকে ভোট বাড়িয়েছে সিপিআইএম। সূর্যকান্তের বিশ্বাস, বিজেপি বা তৃণমূল মানুষের সমস্যার সমাধান করতে পারবে না। আগামী দিনে মানুষের কাছে একমাত্র বিকল্প পথ হবে শক্তিশালী বামফ্রন্ট।