এবারের অস্কারে কে কী হলেন? দেখে নিন তালিকা এক নজরে
Who won this year oscars

নজরবন্দি ব্যুরোঃ চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার। অস্কারের ৯৫তম আসরের অনুষ্ঠান চলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। সেখানে জড়ো হয়েছেন বিশ্বের বিনোদন জগতের নামি-দামি সব তারকারা। এখন পর্যন্ত ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে পুরস্কার জিতেছেন যারা এবং যেসব চলচ্চিত্র তা নিচে উল্লেখ করা হলো:

আরও পড়ুনঃ অস্কারের মঞ্চে সেরার মুকুট ভারতের, সেরা পুরস্কার জিতেছে ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’ এবং ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’

Oscars 2023: এবারের অস্কারে কে কী হলেন? দেখে নিন তালিকা এক নজরে
এবারের অস্কারে কে কী হলেন? দেখে নিন তালিকা এক নজরে

মেক্সিকান ছবি নির্মাতা গুইলারমো দেল তোরোর অ্যানিমেশন ছবি পিনোচ্চিও সেরা অ্যানিমেটেড ছবির পুরস্কার জিতেছে। অস্কারে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন ভিয়েতানিমিজ-আমেরিকান অভিনেতা কে হুই কুয়ান। এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স সিনেমাতে অসাধারণ অভিনয়ের স্বীকৃতি এ পুরষ্কার।

Oscars 2023: এবারের অস্কারে কে কী হলেন? দেখে নিন তালিকা এক নজরে

এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স ছবিতে দুর্দান্ত অভিনয় করার সুবাদে এ বছর সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেমি লি কোর্তোয়া। সেরা এডিটিং: এই বিভাগে সেরা ছবির সম্মান পেল ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’। সব মিলিয়ে ৭টি অস্কার পেল এই ছবি। সেরা কসটিউম: এই বিভাগে পুরস্কার পেলেন রুথ কার্টার।

‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’-এর জন্য এই পুরস্কার পেলেন তিনি। সেরা সিনেমা ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট। ঐ সিনেমার প্রধান অভিনেত্রী মিশেল ইয়ো পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।

এবারের অস্কারে কে কী হলেন? দেখে নিন তালিকা এক নজরে

Oscars 2023: এবারের অস্কারে কে কী হলেন? দেখে নিন তালিকা এক নজরে

অস্কারের ৯৫তম আসরে সেরা আন্তর্জাতিক ফিচার সিনেমার পুরস্কার পেয়েছে জার্মান সিনেমা ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। গোল্ডেন গ্লোবের পর এবার অস্কারেও সেরা মৌলিক গানের পুরস্কার বাগিয়ে নিয়েছে দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর আলোচিত গান ‘নাটু নাটু’।