SSC-TET Scam: সোমার মাধ্যমেই টাকা পৌঁছে যেত অন্যান্যদের কাছে, খোঁজ করতে অভিযান শুরু ইডির
Ed got another information on Kuntal Ghosh

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি নতুন যে নাম চর্চায় যোগ হয়েছে, তা হল সোমা চক্রবর্তী। সোমার সঙ্গে কুন্তলের বারবার মোটা টাকার লেনদেনের হদিশ পেয়েই তাঁকে ডেকে পাঠিয়েছে তদন্তকারী সংস্থা। যদিও সোমার দাবি ঋণ বাবদ কয়েক ধাপে টাকা দিয়েছে কুন্তল। কিন্তু ইডির আধিকারিকরা এত সহজে সোমার যুক্তি মানতে নারাজ। ইডির তরফে দাবি করেয়া হয়েছে, সোমার মাধ্যমেই টাকা পৌঁছে যেত অন্যান্যদের কাছে। তাই ঋণের তত্ত্ব মানতে নারাজ তদন্তকারী সংস্থা।

আরও পড়ুনঃ Child Death: নয় দিনে ৩৬ জন শিশুর মৃত্যু, রবিবারেও প্রাণ হারাল ২, বাড়ছে অ্যাডিনো আতঙ্ক

ইডি সূত্রে খবর, এখনও অবধি সোমার চার থেকে পাঁচটি অ্যাকাউন্ট পাওয়া গেছে। দুর্নীতির টাকা সোমার মাধ্যমেই প্রভাবশালীদের কাছে পৌঁছে যেত বলে জানা গেছে। এমনকি সোমার মাধ্যমে কয়েকজন চাকরি প্রার্থীদের সুপারিশ কুন্তলের কাছে এসেছিল। এমনটা জানতে পেরেছে তদন্তকারী সংস্থা। কিন্তু নগদে লেনদেন নিয়ে মুখ খোলেননি সোমা। ইডি সূত্রে খবর, সোমার ব্যাঙ্ক লেনদেন সংক্রান্ত আরও তথ্য দিতে বলা হয়েছে।

ইডির তরফে দাবি করা হচ্ছে কুন্তলের কাছে ৬.৫ কোটি টাকা এসেছে। সেখান থেকেই সেই টাকা বিভিন্ন অ্যাকাউন্টে চলে গেছে। ২০২০ সালের পর থেকেই সোমার অ্যাকাউন্টে টাকা এসেছে। সেই টাকা আবার সরানো হয়েছে অন্য অ্যাকাউন্টে। তবে কী সোমার থেকে টাকা অন্য কোনও অ্যাকাউন্টে গেছে? খোঁজ করতে শুরু করেছে ইডি।

SSC-TET Scam: সোমার মাধ্যমেই টাকা পৌঁছে যেত অন্যান্যদের কাছে, খোঁজ করতে অভিযান শুরু ইডির
সোমার মাধ্যমেই টাকা পৌঁছে যেত অন্যান্যদের কাছে, দাবি ইডির 

ইডি সূত্রে খবর, সোমা চক্রবর্তী একা নয়,  এমন আরও বেশ কয়েকজনের অ্যাকাউন্ট খতিয়ে দেখেছে ইডি, যাঁদের অ্যাকাউন্টে টাকা গেছে কুন্তলের থেকে। যা ভাবাচ্ছে তদন্তকারীদের। ইডির তরফে দাবি করা হচ্ছে, কুন্তল, সোমার অ‌্যাকাউন্টের মাধ‌্যমে তাঁর কোনও ঘনিষ্ঠকে পাঠিয়ে পাচার করেছেন বলে ধারণা গোয়েন্দাদের। এবার যাঁদের নামে ওই অ‌্যাকাউন্টগুলি, তাঁদের তলব করে ইডি জেরা করবে।

ইডি সূত্রে খবর, এই সোমার সঙ্গেই কুন্তলের লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়েছে কুন্তলের। কখনও আবার ৫০ লক্ষ টাকা লেনদেন হয়েছে। পাশাপাশি ইডি দাবি করেছেন, ওই মহিলাকে গাড়ি ফ্ল্যাট দিয়েছেন কুন্তল। এবিষয়ে অবশ্য কুন্তলের বক্তব্য, আমার নিজের ফ্ল্যাট নেই। কি করে অন্যদের ফ্ল্যাট কিনে দেব? একইসঙ্গে তিনি জানান, গোপাল দলপতির প্রাক্তন স্ত্রী হৈমন্তীর কাছেই টাকা রয়েছে।

সোমার মাধ্যমেই টাকা পৌঁছে যেত অন্যান্যদের কাছে, দাবি ইডির 

SSC-TET Scam: সোমার মাধ্যমেই টাকা পৌঁছে যেত অন্যান্যদের কাছে, খোঁজ করতে অভিযান শুরু ইডির
সোমার মাধ্যমেই টাকা পৌঁছে যেত অন্যান্যদের কাছে, দাবি ইডির 

সোমার প্রশ্ন এড়িয়ে গেলেও রহস্যের জট খুলতে চায় ইডি। ইডির তরফে প্রশ্ন জাগছে, কুন্তলের টাকাতেই পার্লার করেছিলেন সোমা। সেকারণেই এত প্রভাব বিস্তার করেছিলেন তিনি? সেকারণেই সোমার বয়ান রেকর্ড করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর যোগ কী রয়েছে? সবটা খুঁজে বের করতেই তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।