Virat Kohli: জিম্বাবোয়ে সফরে নেই বিরাট! তাহলে কামব্যাক কবে? জানা গেল অবশেষে

জিম্বাবোয়ে সফরে নেই বিরাট! তাহলে কামব্যাক কবে? জানা গেল অবশেষে
জিম্বাবোয়ে সফরে নেই বিরাট! তাহলে কামব্যাক কবে? জানা গেল অবশেষে

নজরবন্দি ব্যুরোঃ আইপিএল থেকে শুরু করে দেশের হয়ে টেস্ট, ওডিআই ও টি-টোয়েন্টি। ক্রিকেটে তিনটি ফর্ম্যাটেই রান তুলতে কার্যত হিমশিম খাচ্ছেন বিরাট। প্রায় তিন বছর হতে চলল, অফ ফর্মে বিরাট। ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে দিন-রাতের টেস্টে শেষ সেঞ্চুরি করেছিলেন তিনি।

আরও পড়ুনঃ ফের সোনা ভারতের, কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে পদক জেরেমির

তারপর থেকেই ব্যাটে আর রান নেই! এই অবস্থায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের সিরিজে তাঁকে বিশ্রাম দিয়েছিল বোর্ড। আবার গত শনিবার জিম্বাবোয়ে সফরের জন্য চেতন শর্মার নির্বাচক কমিটি যে, দল বেছে নিয়েছে, সেখানে নেই তাঁর নাম।

জিম্বাবোয়ে সফরে নেই বিরাট! তাহলে কামব্যাক কবে? জানা গেল অবশেষে

আর এর পরেই গুঞ্জন শুরু হয় তাহলে কি ব্যাটে রান না থাকার জন্যই কি দলে রাখা হলনা তাঁকে। তাহলে কবে ফের মাঠে নামবেন প্রাক্তন অধিনায়ক? জানা যাচ্ছে একেবারে এশিয়া কাপেই তাঁকে দেখা যাবে। চলতি বছর ২৭ অগাস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ।

জিম্বাবোয়ে সফরে নেই বিরাট! তাহলে কামব্যাক কবে? জানা গেল অবশেষে

এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে ভারত যে, পূর্ণশক্তির দল নামাবে তা বলার অপেক্ষা রাখে না। কোহলির প্রত্যাবর্তনের ব্যাপারে পিটিআই এক সূত্রকে উদ্ধৃত করে লিখেছে, “বিরাট নির্বাচকদের সঙ্গে কথা বলেছে। এশিয়া কাপ থেকেই ওকে পাওয়া যাবে।

22 19

জিম্বাবোয়ে সফরে নেই বিরাট! তাহলে কামব্যাক কবে? জানা গেল অবশেষে

এশিয়া কাপ থেকে টি-২০ বিশ্বকাপ পর্যন্ত প্রথম দলের প্লেয়াররা সেভাবে কোনও বিশ্রাম পাবে না। দু’সপ্তাহের উইন্ডো পাওয়া যাবে। উইন্ডিজ সফরের পর বিশ্রাম নেওয়ার সুযোগ রয়েছে।”