নজরবন্দি ব্যুরো: অবশেষে লঞ্চ হতে চলেছে নাথিং ফোন ২। এর আগে নাথিং ফোন ১ লঞ্চের সময় যথেষ্ট হইচই হয়েছিল। তারপর থেকেই সাকসেসর মডেলের অপেক্ষায় ছিলেন গ্যাজেট প্রেমীরা। অবশেষে এল সুখবর। এদিন সংবাদসংস্থা ফোর্বস-কে দেওয়া সাক্ষাতকারে এই ফোনের লঞ্চের তারিখ এবং বেশ কিছু ফিচার্সের ইঙ্গিত দিয়েছে।
আরও পড়ুন: WhatsApp-এ এলো নতুন ফিচার, এবার এডিট করতে পারবেন পাঠানো মেসেজ
সংস্থার সিইও কার্ল পেই জানিয়েছেন, জুলাই মাসে আনুষ্ঠানিক ভাবে স্মার্টফোনটি লঞ্চ করা হবে। একসঙ্গে অনেকগুলি দেশেই এই স্মার্টফোন লঞ্চ করবে নাথিং। একাধিক রিপোর্ট অনুযায়ী এই তালিকায় ভারতও থাকতে পারে। প্রসঙ্গত নাথিং ফোন ১ ও গতবছর জুলাই মাসেই ভারতে লঞ্চ হয়েছিল।
নাথিং ব্র্যান্ডের সিইও কার্ল পেই আগেই জানিয়েছেন নাথিং ফোন ২ ফোনটি প্রিমিয়াম হতে চলেছে এবং এটি নাথিং ফোন ১ এর তুলনায় অধিক অ্যাডভান্স হবে। এই ফোনেও কোম্পানির আগের ফোনের মতো ট্রান্সপারেন্ট বডি দেখা যাবে।
এই মোবাইলে ট্রান্সপারেন্ট বডি এলিমেন্টের ব্যবহার করা হয়েছে, ফলে ফোনের ভিতরের পার্টসও বডির বাইরে থেকে দেখা যাবে। এই স্মার্টফোনে মিলবে 6.55 ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে সঙ্গে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। মিলবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

প্রসেসরের ক্ষেত্রে নাথিং ফোন ২ এ Snapdragon 8+ Gen 1 চিপসেট থাকতে চলেছে বলে নিশ্চিত করেছেন কার্ল পেই। ক্যামেরার ক্ষেত্রে থাকতে পারে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।
কবে লঞ্চ হতে চলেছে নাথিং ফোন ২? জানিয়ে দিল কোম্পানি
সেলফি ও ভিডিও কলের জন্য ফ্রন্টে থাকতে পারে ৩২ মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার। এই ফোন টি পাওয়া যাবে 8GB+ 128GB, 8GB + 256GB এবং 12GB + 256GB।