নজরবন্দি ব্যুরো: এতদিন কানাঘুষোয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে নানা চর্চা হতে শোনা গিয়েছে। চলছে বহু জল্পনা। আলোচনায় উঠে এসেছে কবে শুটিং শুরু হবে, কাকে দাদার ভূমিকায় দেখা যাবে, কোথায় কোথায় এই ছবির শুটিং হবে ইত্যাদি। কিন্তু এবার পাকা খবর এল।
আরও পড়ুন: এখনও পর্যন্ত এটাই আমার সেরা ইনিংস, বিধ্বংসী সেঞ্চুরির পর বললেন শুভমান
এমএস ধোনি, ৮৩ -এর পর এবার সত্যিই আসছে সৌরভের বায়োপিক। আর সেই ছবি চলতি বছর নভেম্বর-ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হয়ে যেতে পারে শুটিং। আপাতত প্রায় ১৫০ কোটি টাকার বাজেট। পরে অবশ্য সেই বাজেট ভবিষ্যতে বাড়তেই পারে।
গত দু’দিন ধরে কলকাতায় রয়েছেন দুই প্রযোজক লাভরঞ্জন এবং অঙ্কুর গর্গ। শুক্রবার অর্থাৎ ২৬ মে মহারাজের বেহালার বাড়িতে গিয়েছিলেন দুই প্রযোজক। সেখানে সিনেমার চিত্রনাট্য নিয়ে তাঁদের আলোচনা হয় প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে। শোনা যাচ্ছে আরও বেশ কয়েকবার দুই পক্ষের মধ্যে আলোচনা হবে।
এরপরেই চূড়ান্ত হবে ‘দাদা’-র বায়োপিকের চিত্রনাট্য। কিন্তু দাদার ভূমিকায় কোন অভিনেতাকে দেখা যাবে! সৌরভ অবশ্য আগেই জানিয়েছিলেন নিজের চরিত্রে তিনি রণবীর কাপুরকে দেখতে চান। গত ফেব্রুয়ারিতে সেই জল্পনা আরও উসকে দিয়েছিলেন খোদ রণবীর।
ছবির প্রচারে কলকাতায় এসে ইডেনে সৌরভের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলেন তিনি। মহারাজের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেন। তারপরই মনে করা হচ্ছিল, ‘দাদা’র বর্ণময় ক্রিকেট কেরিয়ার বড়পর্দায় তুলে ধরবেন রণবীরই।
সৌরভের বাড়িতে প্রযোজকের সাথে মিটিং, কবে শুটিং শুরু দাদার বায়োপিকের? এলো বড় আপডেট

কিন্তু সেলুলয়েডে কে দাদা হিসেবে ফুটে উঠবেন, প্রযোজকদের তরফে এখনও তা নিশ্চিত করা হয়নি। সব মিলিয়ে তাই সৌরভের বায়োপিক নিয়ে উত্তেজনা আরও কয়েক গুণ বাড়িয়ে দিলেন নির্মাতারা।