WhatsApp: জরুরী চ্যাট লক করে রাখুন, নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ

জরুরী চ্যাট লক করে রাখুন, নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ

নজরবন্দি ব্যুরো: ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার্থে নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ। বর্তমান সময়ে সব বয়সের লোকেরাই এই অ্যাপ ব্যবহার করেন। সহজেই যোগাযোগ করা যায়। মুঠো ফোনে বন্দি এই অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় বার্তা পাঠানো যায়। অনেকেই গুরুত্বপূর্ণ তথ্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে আদানপ্রদান করে থাকেন। এই অবস্থায় নিরাপত্তার কথা মাথায় রেখেই চ্যাট লক করার সুবিধা পাওয়া যাবে হোয়াটসঅ্যাপে।

আরও পড়ুন: Madan Mitra: নেতা থেকে অভিনেতা! টলিউডে পা রাখছেন মদন মিত্র

জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের গোপনীয়তা সংক্রান্ত একটি ফিচার আনা হয়েছে। ব্যবহারকারীরা চাইলে নির্দিষ্ট চ্যাট লক করতে পারবেন। হোয়াটসঅ্যাপে লক ফিচার আগে থেকেই ছিল। এবার চ্যাটগুলির ক্ষেত্রেও এই সুবিধা পাওয়া গেল। এমনকি এই লক করা চ্যাটগুলি নির্দিষ্ট ফোল্ডারে রাখা যাবে। এরফলে ফোন যদি অন্য কারও হাতে থাকে তিনি ওই লক করা চ্যাটগুলি খুলতে পারবে না। পাসওয়ার্ড ছাড়া চ্যাট লক না খুললে সংশ্লিষ্ট চ্যাটের প্রেরকের নাম দেখা যাবে না।

জরুরী চ্যাট লক করে রাখুন, ফোন চুরি হয়ে গেলে গোপন তথ্য প্রকাশ্যে আসার ভয় থাকবে না

কিভাবে হোয়াটসঅ্যাপে চ্যাট লক করবেন?

প্রথমে হোয়াটসঅ্যাপের সর্বশেষ ভার্সনটি আপডেট করে নিতে হবে। যে চ্যাটগুলি লক করতে হবে সেটিতে গিয়ে প্রোফাইল পিকচারে ক্লিক করুন। আপডেটেড ভার্সনে দেখতে পাবেন চ্যাট লক অপশন। সেখানে ক্লিক করলেই পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিলেই লক হয়ে যাবে চ্যাটটি। এরপর ফের নতুন করে হোয়াটসঅ্যাপ গেলে লকড চ্যাট অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিল করলেই লক করা চ্যাটটি খুলে যাবে।

জরুরী চ্যাট লক করে রাখুন, ফোন চুরি হয়ে গেলে গোপন তথ্য প্রকাশ্যে আসার ভয় থাকবে না

উল্লেখ্য, চ্যাট লক থাকাকালীন অপরজনের পাঠানো ফটো, ভিডিও গ্যালারিতে সেভ হবে না। ওয়াকিবহাল মহলের মতে, এই ধরনের সুবিধা পাওয়া গেলে ব্যবহারকারীদের আশঙ্কা অনেকটাই কমবে। ফোন চুরি হয়ে গেলে গোপন তথ্য প্রকাশ্যে আসার ভয় থাকবে না। উল্লেখ্য, সুরক্ষার কারণে ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপে টু স্টেপ ভেরিফিকেশন করা রয়েছে।

জরুরী চ্যাট লক করে রাখুন, ফোন চুরি হয়ে গেলে গোপন তথ্য প্রকাশ্যে আসার ভয় থাকবে না

জরুরী চ্যাট লক করে রাখুন, ফোন চুরি হয়ে গেলে গোপন তথ্য প্রকাশ্যে আসার ভয় থাকবে না
জরুরী চ্যাট লক করে রাখুন, ফোন চুরি হয়ে গেলে গোপন তথ্য প্রকাশ্যে আসার ভয় থাকবে না