নজরবন্দি ব্যুরো: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এল আরও এক নতুন চমক। এবার ফোন নম্বর ছাড়াই এই মেসেজিং অ্যাপ ব্যবহার করা যাবে। শীঘ্রই এই ফিচার চালু হবে। একের পর এক নতুন ফিচার হোয়াটসঅ্যাপ ব্যবহারের প্রতি আকর্ষণ বাড়াচ্ছে বলেই মনে করছে বিশেষ মহল। ফোন নম্বর ছাড়া কীভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।
আরও পড়ুন: WhatsApp-এ এলো নতুন ফিচার, এবার এডিট করতে পারবেন পাঠানো মেসেজ
আমরা জানি, ব্যবহারকারীদের তাদের নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলতে হয়। একজন ব্যবহারকারী অপর একজনকে যখন মেসেজ পাঠাবেন তখন অপর ওই ব্যবহারকারীর ফোনে প্রেরকের নম্বর যায়। কিন্তু এবার হোয়াটসঅ্যাপ আনতে চলেছে ‘ইউজারনেম ফিচার’। যার সাহায্যে নম্বর ছাড়াই চলবে মেসেজের আদানপ্রদান। সূত্রে খবর, হোয়াটসঅ্যাপে একটি আপডেট কাজ করছে যার সাহায্যে ব্যবহারকারীরা তাঁদের নম্বর লুকিয়ে রাখতে পারবেন।
জানা গিয়েছে, ব্যবহারকারীরা রেজিস্টার্ড মোবাইল নম্বরের বদলে ইউজারনেম ব্যবহার করার সুযোগ পাবেন। ঠিক যেমন টেলিগ্রাম এবং সিগন্যাল-এর মত প্ল্যাটফর্মে হয়। মূলত ব্যবহারকারীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। অধিকাংশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই ব্যবহারকারীদের নম্বর প্রকাশ করতে হয় না। সেক্ষেত্রে ইউজারনেমের সুবিধা থাকে। এবার হোয়াটসঅ্যাপেও এই ফিচার আসছে। পাশাপাশি কীভাবে এটি ব্যবহার করা যাবে তা নিয়েও একটি স্ক্রিনশট দেওয়া হয়েছে।

WABetaInfo-এর দেওয়া তথ্য অনুযায়ী, ইউজারনেম ফিচার চালু হলে কারও ফোন নম্বর জানা না থাকলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যাবে। ফোন নম্বরের প্রয়োজন নেই। এই ফিচার আসার পর স্প্যাম কল-এসএমএস অনেক কমবে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে অনবরত ফোন আসার সম্ভাবনা থাকবে না।
ফোন নম্বর ছাড়াই ব্যবহার করা যাবে WhatsApp, আসছে ইউজারনেম ফিচার
