WhatsApp-এ এলো নতুন ফিচার, এবার এডিট করতে পারবেন পাঠানো মেসেজ

WhatsApp-এ এলো নতুন ফিচার, এবার এডিট করতে পারবেন পাঠানো মেসেজ
WhatsApp has a new feature

নজরবন্দি ব্যুরো: আপনি WhatsApp-এ কাউকে মেসেজ পাঠিয়ে দিলেন। কিন্তু সেটা পাঠানোর পর মনে হল যে, অন্য কিছু লেখার দরকার ছিল। অথবা বানান ভুল হয়ে গিয়েছে। তাতে বড়সড় বিভ্রান্তি বা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে।

আরও পড়ুন: Mid Day Meal এ ফের মিলল মৃত টিকটিকি, ব্যাপক উত্তেজনা রাজ্যের শিক্ষাকেন্দ্রে

এমতাবস্থায় সেই মেসেজ ডিলিট করে দেওয়া ছাড়া কোনও উপায় থাকে না। কিন্তু মেসেজ ডিলিট করে দিলেও সেটা কেমন যেন খারাপ দেখায়। এই নিয়ে অনেকদিন ধরেই ভাবছে ডেভেলপাররা। অবশেষে বহু প্রতীক্ষিত এক আপডেট আসতে চলেছে সবচেয়ে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে।

WhatsApp-এ এলো নতুন ফিচার, এবার এডিট করতে পারবেন পাঠানো মেসেজ

যা ব্যবহারকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার থেকে Whatsapp -এ মেসেজ পাঠানোর পর এডিট করতে পারবেন ব্যবহারকারীা। কিন্তু কী ভাবে? এই কাজটি করতে গেলে আপনাকে প্রথমে হোয়াটস অ্যাপে পাঠানো যে মেসেজটি এডিট করতে চান, সেটিতে লং প্রেস করুন।

WhatsApp-এ এলো নতুন ফিচার, এবার এডিট করতে পারবেন পাঠানো মেসেজ

WhatsApp-এ এলো নতুন ফিচার, এবার এডিট করতে পারবেন পাঠানো মেসেজ

এবার অনেকগুলি অপশন খুলে যাবে। বেছে নিন এডিট। শীঘ্রই আপনার ফোনের হোয়াটসঅ্যাপেও পেয়ে যাবেন মেসেজ পাঠানোর পরেও তা এডিট করে বদলে নেওয়ার এই ফিচার।তবে এটি মাত্র ১৫ মিনিটের জন্যই। তারপরে নয়। আর হ্যাঁ, বানান ভুল বা ভুল মেসেজ বদলই এর মূল উদ্দেশ্য। এমনটাই জানিয়েছে মেটা কর্তৃপক্ষ।

WhatsApp-এ এলো নতুন ফিচার, এবার এডিট করতে পারবেন পাঠানো মেসেজ