নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপের প্রথম ম্যাচেই হেরেছে আর্জেন্টিনা। আর তারফলে তাদের এই টুর্নামেন্টে আগিয়ে যেতে হলে চলে আসছে অনেক হিসেব নিকেশ। কি হলে আর কি না হলে মেসিরা বিশ্বকাপের পরবর্তী পর্বে যেতে পারবেন তা নিয়েই চলছে কাটা ছেঁড়া। দেখুন সেই হিসেব।
আরও পড়ুনঃ স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াই, ভরসা সেই বাঁ পায়ের জাদু
মেক্সিকো প্রথম ম্যাচে পোল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। ফলে তাদের ঝুলিতে রয়েছে এক পয়েন্ট। কিন্তু সেখানে আর্জেন্টিনা খাতাই খুলতে পারেনি। এক কথায় বিশ্বকাপে টিকে থাকতে হলে এদিন জিততেই হবে স্কালোনির ছেলেদের। হারা চলবে না । যদি মেক্সিকো তিন পয়েন্ট তুলে আনতে পারে, তাহলে কিন্তু আর্জেন্টিনার কার্যত বিদায় নেবে বিশ্বকাপ থেকে।

আর্জেন্টিনার গ্রুপের বাকি দুই ম্যাচ আছে পোল্যান্ড ও সৌদি আরবের বিরুদ্ধে। এদিন পোল্যান্ড ও সৌদি ম্যাচের ওপরেও অনেক কিছু নির্ভর করছে। তবুও মেক্সিকো ও আর্জেন্টিনার টিকে থাকতে পারে যদি তারা সব ম্যাচ জিতে। আর জিতলেই বদলে যাবে অনেক হিসাব। মেসিরা যদি মেক্সিকো ও পোল্যান্ডকে হারাতে পারেন, তাহলে ৬ পয়েন্ট নিয়ে নকআউটে চলে যাবে।
তবে মেসিদের শুধু ২টি ম্যাচ জিতলেই হবে না। আর্জেন্টিনার গ্রুপে তিনটি দল ৬ পয়েন্টে শেষ করার সম্ভাবনাও রয়েছে। সেক্ষেত্রে একটি দলকে বিদায় নিতেই হবে। তখন বিচার কোর্টে হবে গোল পার্থক্যের। তাই মেসিদের আগামী ম্যাচ গুলতে বেশি গলের ব্যবধানে জিততে হবে। আবার যদি আর্জেন্টিনা দুই ম্যাচের মধ্যে একটিতেও হেরে যায়, তাহলে কিন্তু বিশ্বকাপে তাদের টিকে থাকা কঠিন হয়ে যাবে।
কারণ একটি ড্র এবং একটি জয়ের ফলে তাদের পয়েন্ট হবে ৪। তখন তাদের বাকি দলগুলির ওপর নির্ভর করতে হবে। আর যদি মেসিরা আর একটি ম্যাচ হেরে যায় তাহলে অপরটি তাদের জিততেই হবে। আর বিশ্বকাপে এগিয়ে যাবার জন্য সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড গ্রুপে তাদের সমস্ত ম্যাচ জিততে হবেই। ড্র করলেও হবে না।
আগামী ম্যাচ না জিতলে কি বিদায় নিতে হবে মেসিদের? কি বলছে অঙ্ক
এই কঠিন ঘটনাটি যদি ঘটে তাহলে গ্রুপের প্রথমে যে দল থাকবে তাদের পয়েন্ট হবে ৯। আর বাকিদের হবে ৩। তখন ফের গোল পার্থক্য বিচার হবে। আর যদি মেসিরা আগামী ম্যাচ গুলো বেশি গোল করে যেতে তাহলে এগিয়ে যাবে আর্জেন্টিনা। এক কথায় সহজ ভাবে বিশ্বকাপে আগামী পর্বে যেতে হলে সব ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে নীল-সাদাদের।