দিনে প্রায় ১০ ঘণ্টা শুটিং! নিজের পোডিয়ামে কি কি গুরুত্বপূর্ণ জিনিস রাখেন ‘দিদি নম্বর ১’
What important things does rachana keep in podium

নজরবন্দি ব্যুরোঃ বেশ অনেক বছর ধরেই ‘দিদি নম্বর ১’ এ সঞ্চালনা করে চলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। বড় পর্দা থেকে বহুকাল আগেই বিদায় নিয়েছেন তিনি। তবে এর আগে রচনা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে জুন মাল্য, দেবশ্রী কে সঞ্চালনাতে নেওয়া হয়েছিল। কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া অন্য কাউকে সেই দিদি নম্বর ১ এর আসনে কাউকে মেনে নিতে পারেননি দর্শক। ফলে ফের রচনা বন্দ্যোপাধ্যায় সেই সঞ্চালনার দায়িত্বে আসেন।

আরও পড়ুনঃ বিয়ের আগেই মা! মালাইকার অতীত নিয়ে মুখ খুললেন অর্জুন

নিউ টাউনের ভেতরে এক স্টুডিয়তে ‘দিদি নম্বর ১’ এর শুটিং হয়। সেখানেই দিনের ১২ থেকে ১৪ ঘণ্টা কেটে যায় তার। তাই নিজের প্রয়োজনীয় সমস্ত কিছু জিনিস তাঁকে সেই পোডিয়ামে নিয়ে যেতে হয়। তাই বলা চলে ওই ছোট পোডিয়ামটিই রচনা বন্দ্যোপাধ্যায়ের ছোট সংসার। সেখানেই দাঁড়িয়ে সবার সাথে গল্পের চলে খেলা করেন রচনা।

দিনে প্রায় ১০ ঘণ্টা শুটিং! পোডিয়ামশন হয়ে উঠেছে তার ছোট্ট সংসার 

কখনও সেখানে আসে অভিনেতা অভিনেত্রী, কখন বা সাধারণ মধ্যবিত্ত ঘরের মহিলারা। অনেক সময় এক দিনে ৩ থেকে ৪ টে এপিসোডের শুটিং ও হয়। ফলে টানা অনেক্ষন সেই পোডিয়ামের সামনেই দাঁড়িয়ে থাকতে হয় তাঁকে। মাঝে মাঝে শুটিংয়ের ফাঁকে সেখানেই বিশ্রাম নেন রচনা।

দিনে প্রায় ১০ ঘণ্টা শুটিং! পোডিয়ামশন হয়ে উঠেছে তার ছোট্ট সংসার 

দিনে প্রায় ১০ ঘণ্টা শুটিং! পোডিয়ামশন হয়ে উঠেছে তার ছোট্ট সংসার 
দিনে প্রায় ১০ ঘণ্টা শুটিং! পোডিয়ামশন হয়ে উঠেছে তার ছোট্ট সংসার 

ফলে প্রয়োজনীয় সব সামগ্রি সেখানেই রাখতে হয়। শুটিং ফ্লোর পেড়িয়ে পোডিয়ামের কাছে গেলেই দেখতে পাবেন। ওই ছোট টেবিলে লাইন দিয়ে সব সাজানো। প্রথমেই দেখতে পাবেন দুটো টিফিন বক্স রয়েছে। তার সঙ্গে রয়েছে একটি চায়ের কাপ। একটি খাতা এবং একটি পেনসিল। সেই খাতায় লেখা রয়েছে সমস্ত খেলার নিয়ম কানুন। বাড়ির থেকেও বেশি সময় তিনি এই ফ্লোরে কাটান তাই নিজের মনের মত করে গুছিয়ে রেখেছেন।