Virat Kohli: শতরান করে ম্যাচ শেষে সমালোচকদের উদ্দেশ্যে কী বললেন বিরাট?

শতরান করে ম্যাচ শেষে সমালোচকদের উদ্দেশ্যে কী বললেন বিরাট?
What did Virat say to the critics at the end of the match?

নজরবন্দি ব্যুরো: আইপিএলে চার বছর পর সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। একই সঙ্গে এই সেঞ্চুরির দৌলতে এদিন শুধু সানরাইজার্স হায়দরাবাদকে হারানোই নয়, আইপিএলের প্লে অফে ওঠার ব্যা পারে আরও কিছুটা এগিয়ে গেল আরসিবি।

আরও পড়ুন: আইপিএলেও এবার সবুজ মেরুন জার্সি, KKR-র বিরুদ্ধে এই জার্সি পরেই মাঠে নামবে লখনউ সুপার জায়ান্টস

এই নিয়ে আইপিএলে ষষ্ঠ সেঞ্চুরির মালিক হলেন তিনি। অবশ্যক তাঁরই প্রাক্তন সতীর্থ ক্রিস গেইলেরও ছয়টি সেঞ্চুরি রয়েছে আইপিএলে। সেঞ্চুরির পাশাপাশি ম্যাচ জেতার পর তৃপ্ত কোহলি বলেন,

Virat Kohli: শতরান করে ম্যাচ শেষে সমালোচকদের উদ্দেশ্যে কী বললেন বিরাট?
শতরান করে ম্যাচ শেষে সমালোচকদের উদ্দেশ্যে কী বললেন বিরাট?

“এমনিতেই অনেক চাপ ছিল আমার ওপর। তার উপর অতীতে হায়দরাবাদের বিরুদ্ধে ভাল কিছু করতে পারিনি। তবে ম্যাচের আগে আর হায়দরাবাদ ম্যাচগুলোর স্মৃতি মাথায় রাখিনি।’’

Virat Kohli: শতরান করে ম্যাচ শেষে সমালোচকদের উদ্দেশ্যে কী বললেন বিরাট?

এ বারের আইপিএলে এখনও পর্যন্ত ৫৩৮ রান করে ফেলেছেন বিরাট। রান পেলেও বিরাটের সমালোচনা করা হয়েছে স্ট্রাইক রেট কম থাকার জন্য। বৃহস্পতিবার সেই সব কিছুর উত্তর দিয়েছেন তিনি। ৩৫ বলে অর্ধশতরান করেছেন। ছক্কা হাঁকিয়ে শতরান করেছেন।

শতরান করে ম্যাচ শেষে সমালোচকদের উদ্দেশ্যে কী বললেন বিরাট?

Virat Kohli: শতরান করে ম্যাচ শেষে সমালোচকদের উদ্দেশ্যে কী বললেন বিরাট?

তাঁর সমালোচকদের উদ্ধেস তিনি ম্যাচ শেষে বলেন, “এটা ষষ্ঠ শতরান। নিজেকে খুব বেশি কৃতিত্ব দিচ্ছি না এটার জন্য। অনেক চাপ আছে। কে কী বলছেন সেটা নিয়ে আমি ভাবি না। সেগুলো তাঁদের ব্যক্তিগত মতামত।”