ফাইনাল ম্যাচের আগে কী বললেন ভারত অধিনায়ক?
What did the Indian captain say before the final match?

নজরবন্দি ব্যুরোঃ কাউন্টডাউন শুরু। তৈরি দল । ফাইনাল ম্যাচের আগের বিকেলে সেই চেনা রোহিত শর্মাকেই দেখা গেল। সময় মতো সাংবাদিক সম্মেলনে এলেন। বাড়তি কোনও উতলা নেই, খুব বেশি চাপে রয়েছেন বলেও মনে হল না। ঠিক যেমন ফাইনাল পরীক্ষার আগে মেধাবী ছেলেপিলেদের খুব একটা পড়তে হয় না।

আরও পড়ুনঃ কে জিতবে বিশ্বকাপ? জানিয়ে দিলেন বিখ্যাত জ্যোতিষ, জিনি সেমিফাইনালেও ঠিক বলেছিলেন

কারণ তারা সবটা সেরে রাখে আগে থেকেই। ভারতীয় দলের ছবিটাও যেন তেমনই। চেনা ভঙ্গীতে একে-একে সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর দিলেন। ভারত-অস্ট্রেলিয়া ফাইনালে উঠতেই চারিদিকে কান পাতলে একটাই কথা ২০০৩ এর বদলা। তবে এ সব নিয়ে খুব একটা বেশি ভাবছেন না রোহিত। ভারত-পাকিস্তান ম্যাচের পিচেই হবে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল।

ফাইনাল ম্যাচের আগে কী বললেন ভারত অধিনায়ক?
ফাইনাল ম্যাচের আগে কী বললেন ভারত অধিনায়ক?

ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে রোহিতকে পিচ নিয়ে প্রশ্ন করা হয়। দু’টি ম্যাচের পিচ কি একই রকমের, সেই প্রশ্ন ওঠে। জবাবে ভারত অধিনায়ক বলেন, ‘‘পাকিস্তানের বিরুদ্ধে যে পিচে খেলেছিলাম সেই পিচের থেকে এই পিচে ঘাস খানিকটা বেশি আছে। সেই ম্যাচের পিচ দেখে আরও শুকনো লাগছিল। এই পিচে খানিকটা প্রাণ আছে।’’

ফাইনাল ম্যাচের আগে কী বললেন ভারত অধিনায়ক?
ফাইনাল ম্যাচের আগে কী বললেন ভারত অধিনায়ক?

তবে রোহিত স্বীকার করে নিয়েছেন যে দু’টি ম্যাচেরই পিচ মন্থর। ভারত অধিনায়ক বলেন, ‘‘পিচ তুলনায় মন্থর। কিন্তু তাতে খেলা যে অসম্ভব তা নয়। পিচ অনুযায়ী পরিকল্পনা করব। তার পরে নিজেদের সেরা খেলাটা খেলার চেষ্টা করব।’’ বিপক্ষ টিম নিয়ে বলতে গিয়ে হিটম্যান বলেন, “ওরা আট ম্যাচ জিতেছে। যোগ্য় দল হিসেবে ফাইনালে। কমপ্লিট সাইড। আমাদের ফোকাসে, নিজেদের টিম। প্রতিপক্ষকে নিয়ে ভাবতে চাই না। নিজেদের জন্য কোনটা গুরুত্বপূর্ণ, টিম এবং ব্য়ক্তিগত ভাবে কী করতে হবে, সেটাই একমাত্র ফোকাস”।

ফাইনাল ম্যাচের আগে কী বললেন ভারত অধিনায়ক?

ফাইনাল ম্যাচের আগে কী বললেন ভারত অধিনায়ক?
ফাইনাল ম্যাচের আগে কী বললেন ভারত অধিনায়ক?

তিনি আরও বলেন, “বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলেছে দল। অচেনা প্রতিপক্ষ নয়। সকলেই সকলকে নিয়ে জানে। কার কী ভূমিকা, সেটাই আগেই জানিয়ে দেওয়া হয়েছে। যারা খেলছে, তাদের ভূমিকা সম্পর্কে স্বচ্ছ ধারনা দেওয়ার চেষ্টা করেছি। এখনও অবধি সব ঠিকঠাকই রয়েছে। আশা করি কালও সব ঠিকঠাক থাকবে”।