পরাজিত হয়ে ধোনিকে নিয়ে কী বললেন হার্দিক?
What did Hardik say about Dhoni

নজরবন্দি ব্যুরো: হার্দিক পান্ডিয়া ২০২৩ আইপিএলের পরাজিত অধিনায়ক। কিন্তু মুখের হাসি ম্লান হয়নি। তিনি হেরেও খুশি। কারণ হারতে হয়েছে মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে। হারলেও দলের খেলায় খুশি হার্দিক। চেন্নাই সুপার কিংস ভাল খেলেছে বলে জিতেছে, হেরে গিয়ে বললেন তিনি।

আরও পড়ুন: অবসর নয়, আরও একটা আইপিএল খেলতে চাই, জানিয়ে দিলেন মাহি

৪২ ছুঁইছুঁই মহেন্দ্র সিং ধোনির বিকল্প হার্দিক পান্ডিয়ার মধ্যে খুঁজে পেয়েছেন সুনীল গাভাসকরের মতো কিংবদন্তি। ধোনির মতোই চরম উত্তেজক মুহূর্তেও আশ্চর্যরকমের শান্ত হার্দিক । তাঁরই মতো মুখের এক চিলতে হাসিতেই যেন সাফল্যের তৃপ্তি। হার্দিক পান্ডিয়াই কি আগামী দিনের মহেন্দ্র সিং ধোনির লেগ্যাসি বইবেন? সেটা ভবিষ্যৎ বলবে।

Hardik Pandya: পরাজিত হয়ে ধোনিকে নিয়ে কী বললেন হার্দিক?

তবে ফাইনালে হারার পর যা বললেন গুজরাতের অধিনায়ক। তা অনেকটা গুরুকে প্রতিদান দেবার মতো। হার্দিক বলেন, “আমি ধোনির জন্য খুশি। যদি হারতেই হয়, তাহলে ধোনির বিরুদ্ধেই হারা ভাল”।

Hardik Pandya: পরাজিত হয়ে ধোনিকে নিয়ে কী বললেন হার্দিক?
পরাজিত হয়ে ধোনিকে নিয়ে কী বললেন হার্দিক?

তিনি আরও বলেন, “আমাদের দল সব জায়গায় ভাল খেলেছে। হৃদয় দিয়ে খেলেছি আমরা। যে ভাবে লড়াই করেছে দল, তাতে আমি গর্বিত। আমাদের একটাই লক্ষ্য ছিল, জিতলে একসঙ্গে জিতব, হারলে একসঙ্গে হারব। কোনও অজুহাত দেব না এই হারের। চেন্নাই আমাদের থেকে বেশি ভাল খেলেছে, তাই জিতেছে”।

পরাজিত হয়ে ধোনিকে নিয়ে কী বললেন হার্দিক?

Hardik Pandya: পরাজিত হয়ে ধোনিকে নিয়ে কী বললেন হার্দিক?
পরাজিত হয়ে ধোনিকে নিয়ে কী বললেন হার্দিক?

হার্দিক মনে করেন চেন্নাইয়ের এই জয় প্রাপ্য ছিল। তিনি বলেন, “ভাল মানুষের সঙ্গে ভাল জিনিস হয়। ধোনি আমার চেনা সব থেকে ভাল মানুষ। ঈশ্বর ওর প্রতি খুশি। আমাকেও ঈশ্বর অনেক দিয়েছেন, তবে এই রাতটা ধোনির”।