Weather Updates: বর্ষার মধ্যেই শিলাবৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ জেলায়, সঙ্গে রইল কড়া সর্তকতাও

বর্ষার মধ্যেই শিলাবৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ জেলায়, সঙ্গে রইল কড়া সর্তকতাও
West Bengal Weather Update Today Live Monsoon Report 23rd June 2022

নজরবন্দি ব্যুরোঃ বেশ কিছু জাগায় সকাল থেকেই কখন মেঘলা আকাশ তো কখনও রোদ ঝলমলে আকাশ। কিছুক্ষণের মধ্যেই একাধিক জেলায় নামবে বৃষ্টিপাত। উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই প্রবেশ করেছে বর্ষা। আর এদিকে সময়ের আগে বর্ষা ঢোকায় তুমুল বৃষ্টির জেরে ভাসছে উত্তরবঙ্গ। জলমগ্ন শিলিগুড়ি। এর মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, আগামী কয়েকদিন অতি ভারী বৃষ্টি হবে পাহাড়ি জেলাগুলিতে। তবে বর্ষা নিরাশ করবে না গাঙ্গেয় বঙ্গকেও। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আজ। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুনঃ ইডির তলবে সিজিও কমপ্লেক্সে রুজিরা, কোলের ছোট্ট শিশু

এদিন সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। বৃহস্পতিবার শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম এবং এদিন সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

বর্ষার মধ্যেই শিলাবৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ জেলায়, সঙ্গে রইল কড়া সর্তকতাও
বর্ষার মধ্যেই শিলাবৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ জেলায়, সঙ্গে রইল কড়া সর্তকতাও

সময়ের অনেক আগেই বর্ষা ঢুকে গেছে উত্তরে। কিন্তু দক্ষিণবঙ্গে নির্ধারিত সময় ১১ জুনের পরেই বর্ষা ঢুকেছে। তবে বর্ষা এলেও বৃষ্টির দাপট তেমন নেই। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, ভ্যাপসা গরমও রয়েছে। একটানা নাছোড় বৃষ্টি এখনও দেখেনি গাঙ্গেয় বঙ্গবাসী। দক্ষিণে এবার বর্ষা দুর্বল বলেও জানিয়েছিল আলিপুর হাওয়া অফিস (Weather)

তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। দু’এক পশলা বৃষ্টি হতে পারে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

বর্ষার মধ্যেই শিলাবৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ জেলায়, সঙ্গে রইল কড়া সর্তকতাও

তবে উত্তরবঙ্গে বৃষ্টির তেজ আরও বাড়বে। শনিবার থেকে মুষলধারে বৃষ্টি হতে পারে। অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়।

হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা গুজরাট থেকে ছত্তীসগড় হয়ে মধ্যপ্রদেশ এর ওপর দিয়ে উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। পূর্ব-পশ্চিম অক্ষরেখা হরিয়ানা থেকে উত্তরপ্রদেশ বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঝাড়খন্ড ওড়িশা সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে।

বর্ষার মধ্যেই শিলাবৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ জেলায়, সঙ্গে রইল কড়া সর্তকতাও

বর্ষার মধ্যেই শিলাবৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ জেলায়, সঙ্গে রইল কড়া সর্তকতাও

শুক্রবার থেকে মহারাষ্ট্রে, বিশেষ করে মুম্বই ও ঘাট সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হবে অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে কেরল, কর্নাটক, তামিলনাডু, পণ্ডিচেরী, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার কিছু অংশে।