কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের মাঝেই বাংলায় এল ১৭০০ কোটি, কোন খাতে? জানুন...
west bengal receives rs 1700 crores

নজরবন্দি ব্যুরো: বাকেয়া টাকা নিয়ে এর আগেও একাধিকবার সরব হয়েছে শাসকদল। ১০০ দিনের কাজ, আভাস যোজনা সহ একাধিক পরিকল্পের টাকা না পাওয়ায় রীতিমত ক্ষুব্ধ তৃণমূল সরকার। যার জেরে বারংবার কেন্দ্রীয় সরকারের দিনে অভিযোগের আঙুল তুলেছিলেন তৃণমূল সুপ্রিম তথা রাজ্যের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই বাংলার এল ১৭০০ কোটি টাকা। কিন্তু কোন খাতে এল এই টাকা?

আরও পড়ুন: Jadavpur University: শুরু হল যাদবপুরে CCTV বসানোর প্রক্রিয়া, আপাতত ১০ জায়গায় ২৬টি ক্যামেরা

প্রসঙ্গত, রাজ্যের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে তৃণমূলের। অন্যদিকে, রাজ্য বিজেপির দাবি, দুর্নীতির দায়েই রাজ্যকে টাা দিচ্ছে না কেন্দ্র। আর এদিকে, বাকেয়া টাকা না পেলে দিল্লি গিয়ে আন্দোলনের হুঁশিয়ারি আগেই দিয়েছে ঘাসফুল শিবির। সব মিলিয়ে তুঙ্গে রাজনৈতিক টানাপোড়ন!

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের মাঝেই বাংলায় এল ১৭০০ কোটি, কোন খাতে এল এত টাকা
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের মাঝেই বাংলায় এল ১৭০০ কোটি, কোন খাতে এল এত টাকা

জানা গিয়েছে, কেন্দ্রের পক্ষ থেকে অর্থ কমিশনের ১৭০০ কোটি টাকা পেল রাজ্য। ত্রিস্তরীয় পঞ্চায়েতের মধ্যে এই টাকা ভাগ করে দেওয়া হবে। এর মধ্যে গ্রাম পঞ্চায়েতগুলিকে সম্মিলিত ভাবে নির্দিষ্ট কাজের জন্য প্রায় ৬৯২.৬৬ কোটি টাকা দেওয়া হয়েছে। অন্যদিকে অনির্দিষ্ট খাতে প্রায় ৪৪৮.৩৬ কোটি টাকা আসছে বাংলায়।

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের মাঝেই বাংলায় এল ১৭০০ কোটি, কোন খাতে এল এত টাকা

সূত্রের খবর, পঞ্চায়েত সমিতিগুলি নির্দিষ্ট খাতে খরচ করার জন্য প্রায় ১৫০ কোটি এবং অনির্দিষ্ট খাতে প্রায় ১০০ কোটি টাকা পাচ্ছে। এছাড়াও প্রতিটি জেলা পরিষদ সম্মিলিত ভাবে নির্দিষ্ট খাতে খরচের জন্য প্রায় ১৫৩ কোটি পাচ্ছে এবং অনির্দিষ্ট খাতে প্রায় ১০২ কোটি টাকা পেতে চলেছে। আর এই অর্থ থেকে পানীয় জল, নিকাশী ব্যবস্থা, শৌচালয়, বর্জ্য ব্যবস্থাপনার মতো কাজ করতে হবে। পাশাপাশি অনির্দিষ্ট খাতে বরাদ্দ অর্থ থেকেরাস্তাঘাট, কালভার্ট, ছোট সেতু তৈরি-মেরামত, আলো, শ্মশান-কবরস্থান, ওয়াই-ফাই পরিষেবার মতো কাজ করতে হবে।

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের মাঝেই বাংলায় এল ১৭০০ কোটি, কোন খাতে এল এত টাকা

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের মাঝেই বাংলায় এল ১৭০০ কোটি, কোন খাতে এল এত টাকা