নজরবন্দি ব্যুরোঃ আজ ২৪ মে, কিছুক্ষন পরেই প্রকাশিত হতে চলেছে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিকের ফলাফল (West Bengal HS Result 2023)৷ এদিন বেলা সাড়ে ১২টা থেকে ছাত্র-ছাত্রীরা তাদের রেজাল্ট দেখতে পারবেন ওয়েবসাইটে। ওয়েবসাইট ছাড়া এসএমএস ও মোবাইল অ্যাপের মাধ্যমেও জানতে পারবেন উচ্চ মাধ্যমিকের ফল। SMS-এ ফল জানতে হলে পড়ুয়াদের কয়েকটি পদ্ধতি অনুসরন করতে হবে।
আরও পড়ুনঃ ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ঢল নামল জনতার, কচিকাঁচাদের সাথে মিশে গেলেন অভিষেক
কিছুক্ষণ পরেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, কিভাবে দেখবেন?
মোবাইল ফোনের Write Message-এ গিয়ে লিখতে হবে WB12। এরপর স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর। এই SMS পাঠাতে হবে 5676750 বা 58888 নম্বরে। এছাড়াও wbchse.nic.in, wbresults.nic.in, www.exametc.com ও www.indiaresults.com ওয়েবসাইটগুলিতেও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন।
এছাড়াও অনলাইনে রেজাল্ট দেখার জন্য একাধিক ওয়েবসাইটের ঘোষণা করেছে সংসদ। http://www.wbchse.wb.gov.in, http://www.wbresults.nic.in, http://www.results.shiksha– এগুলিতে ফলাফল দেখা যাবে। প্রথমে ওয়েবসাইটটি খুলে West Bengal Higher Secondary Examination Result 2023-এ ক্লিক করতে হবে। এরপর পেজ খুললে রোল নম্বর সহ প্রয়োজনীয় তথ্য লিখে সাবমিট অপশনে ক্লিক করলেই মার্কশিট দেখা যাবে। ওয়েবসাইট থেকেই রেজাল্ট ডাউনলোড করা যাবে। এছাড়া, এসএমএস ও মোবাইল অ্যাপের মাধ্যমেও ফলাফল জানা যাবে।

চলতি বছরের ১৪ মার্চ শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যা চলেছিল ২৭ মার্চ পর্যন্ত। এবার প্রায় সাড়ে ৮ লাখ পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। গতবারের থেকে এই সংখ্যা ছিল ১ লক্ষেরও বেশি। পরীক্ষা শেষের ৫৮ দিনের মাথায় ফল প্রকাশিত হচ্ছে। শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বুধবার বিদ্যাসাগর ভবন থেকে দুপুর বারোটায় আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করবেন।
প্রথম দশের মেধা তালিকা প্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবং সাড়ে বারোটা থেকে সংসদের ওয়েবসাইটে ছাত্রছাত্রীরা তা দেখতে পারবেন। এদিনই হাতে মার্কশিট ও সার্টিফিকেট পাবেন উত্তীর্ণ পরীক্ষার্থীরা। মাধ্যমিকের মত উচ্চ মাধ্যমিকের মার্কশিটেও থাকছে কিউআর কোড। যদিও ৩১ মে স্কুল থেকে মার্কশিট দেওয়া হবে।