জামাইষষ্ঠী উপলক্ষ্যে সরকারি কর্মীদের জন্য বিশেষ সুবিধা, ঘোষণা নবান্নের

জামাইষষ্ঠী উপলক্ষ্যে সরকারি কর্মীদের জন্য বিশেষ সুবিধা, ঘোষণা নবান্নের
west bengal govt announces half day leave

নজরবন্দি ব্যুরো: আগামী বৃহস্পতিবার জামাইষষ্ঠী। আর এই বছর জামাইষষ্ঠী উপলক্ষ্যে সরকারি কর্মীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করল নবান্ন। বৃহস্পতিবার জামাইষষ্ঠী উপলক্ষ্যে সরকারি কর্মচারীদের ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। তবে পূর্ণদিবস নয়, এবার জামাইষষ্ঠীতে রাজ্যের সরকারি কর্মচারীদের হাফ ছুটি দেওয়ার ঘোষণা করল নবান্ন। অর্থাৎ আগামী ২৫ মে, অর্থাৎ বৃহস্পতিবার জামাইষষ্ঠী উপলক্ষ্যে দুপুর দু’টোর পর বন্ধ থাকবে সরকারি দফতরগুলি।

আরও পড়ুন: বঙ্গে একের পর এক বিস্ফোরণকাণ্ড! নিষিদ্ধ বাজির খোঁজে একাধিক জায়গায় হানা পুলিশের

মঙ্গলবার নবান্ন পক্ষ থেকে এই বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে! আর সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জামাইষষ্ঠী উপলক্ষ্যে রাজ্যের সব সরকারি দফতরে হাফ ছুটি থাকবে। এমনকি রাজ্যের প্রত্যেকটি শিক্ষামূলক প্রতিষ্ঠান, দফতর গুলি এই ছুটির আওতায় পড়বে। তবে জরুরি পরিষেবামূলক দফতর গুলি স্বাভাবিকভাবেই এই ছুটির আওতার বাইরে। ওইদিন দুপুর ২টোর পর বন্ধ থাকবে সমস্ত সরকারি অফিস।

জামাইষষ্ঠী উপলক্ষ্যে সরকারি কর্মীদের জন্য বিশেষ সুবিধা, মঙ্গলবার এই বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে
জামাইষষ্ঠী উপলক্ষ্যে সরকারি কর্মীদের জন্য বিশেষ সুবিধা, মঙ্গলবার এই বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরেই সরকারি কর্মীরা জামাইষষ্ঠীর দিনে পুরো ছুটিই পেয়ে থাকেন। কিন্তু এরপরে ২০১১ সাল থেকে তৃণমূল বাংলায় ক্ষমতায় আসার পর থেকেই জামাইষষ্ঠীর দিন হাফ ছুটি দেওয়ার কথা প্রথম ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

জামাইষষ্ঠী উপলক্ষ্যে সরকারি কর্মীদের জন্য বিশেষ সুবিধা, মঙ্গলবার এই বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

কিন্তু এরপরে ২০২১ সালে ফের জামাইষষ্ঠীর দিনে পুরো ছুটি দেওয়ার কথা জানানো হয়েছিল। কিন্তু এবছর, অর্থাৎ আগামী ২৫ মে, বৃহস্পতিবার জামাইষষ্ঠী উপলক্ষ্যে হাফ ছুটি দেওয়া হল। আগামী বৃহস্পতিবার দুপুর দু’টোর পর ছুটি থাকবে সরকারি দফতরগুলিতে। তাছাড়াও রাজ্য সরকারের সমস্ত বিভাগ ও অধীন সংস্থাগুলিতেই ছুটি থাকবে বলেই জানা যাচ্ছে।

জামাইষষ্ঠী উপলক্ষ্যে সরকারি কর্মীদের জন্য বিশেষ সুবিধা, মঙ্গলবার এই বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

জামাইষষ্ঠী উপলক্ষ্যে সরকারি কর্মীদের জন্য বিশেষ সুবিধা, মঙ্গলবার এই বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে