নজরবন্দি ব্যুরো: অ্যাডভেঞ্চার ভালোবাসেন এমন ভ্রমণপ্রেমী মানুষদের অনেকেই একবার হলেও ট্রি হাউজে দিন কয়েক কাটাতে চান। কিন্তু উত্তরবঙ্গ ছাড়া কাছেপিঠে ট্রি হাউজের ঠিকানা অনেকেরই জানা নেই। তাই ইচ্ছে থাকলেও পূরণ করা হয় না। তবে আজকের প্রতিবেদনে আপনাদের জন্য এক ট্রি হাউজের খোঁজ রইল। কলকাতার খুব কাছেই রয়েছে আজকের গন্তব্য। ছবির মতই সুন্দর করে সাজানো ট্রি হাউজ। জেনে নিন বিস্তারিত।
আরও পড়ুন: দিঘায় এবার গোয়ার আমেজ, সমুদ্র সৈকতে পর্যটকদের জন্য বড় চমক
আরামবাগেই রয়েছে এই ট্রি হাউজ। কলকাতা থেকে ৯০ কিলোমিটার দূরে নদীর ধারে আমবাগানের মধ্যে ট্রি হাউজে একটা গোটা দিন কাটিয়ে আসা যাবে। দ্বারকেশ্বর নদীর তীরে আম, বাঁশ, তাল গাছ দিয়ে ঘেরা আরামবাগ ট্রি-হাউজ যার পোশাকি নাম আমবাগান-দ্য রিভারসাইড ট্রিহাউজ। এখানে কোনও শোরগোল নেই। শান্ত পরিবেশে সময় কাটাতে পারবেন। নানা রকম পাখির ডাক শোনা যায়।
বর্তমান সময়ে দিনের পুরোটাই প্রায় ব্যস্ততায় কেটে যায়। কাজের ফাঁকে উইকেণ্ডের ছুটিতে ট্রি হাউজের ঠিকানায় চলে আসতে পারেন। নিরিবিলি পরিবেশে প্রকৃতির নৈস্বরগিক দৃশ্য উপভোগ করা যাবে। চারিদিকের সবুজের নির্জনতা আপনাকে গোটা সপ্তাহের ক্লান্তি ভুলিয়ে দিতে বাধ্য। বন্ধুদের সঙ্গে কিংবা প্রিয়জনের সঙ্গে এখানে চলে আসতে পারেন। সারা দিন কাটিয়ে আবার রাতের মধ্যেই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাবেন।

কীভাবে যাবেন?
হাওড়া থেকে ট্রেনে আরামবাগ স্টেশন নামতে হবে। সেখান থেকে যেকোনও রিক্সা বা ভ্যান ধরে আরামবাগ ট্রি হাউজে পৌঁছে যাওয়া যাবে। আগে থেকে বুকিং করে গেলেই ভালো হয়। এখানে বাঙালিয়ানা খাবার পাবেন। আমিষ ও নিরামিষ দুইয়ের ব্যবস্থা রয়েছে। মাথা পিছু খরচ পড়বে দুহাজার টাকা। টিন বছর পর্যন্ত শিশুদের জন্য কোনও খরচ লাগবে না।
ট্রি হাউজে ছুটি কাটাতে চান? ঘুরে আসুন আরামবাগ ট্রি হাউজে
