বিয়ের মরশুমে একের পর এক নিমন্ত্রণ, সকলের নজর কাড়তে একই শাড়িতে কেমন সাজবেন?

নজরবন্দি ব্যুরো: ট্রেন্ডে গা ভাসিয়ে যতই পোশাক কেনা হোক না কেন, শাড়ি ছাড়া কিন্তু যেকোনও নারীর সাজ অসম্পূর্ণ। বিয়ের মরশুম চলে এসেছে। একের পর এক নিমন্ত্রণ রয়েছে। বিয়ে বাড়িতে পরার মত শাড়ি বেশি নেই। একটা মাত্র শাড়ি দিয়েই কীভাবে নিজেকে আলাদাভাবে ফুটিয়ে তুলবে। আজকের প্রতিবেদনে রইল কিছুই প্রয়োজনীয় টিপস।

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে নয়া অবতারে গুগল, ক্রিকেটের লড়াইয়ের ছোঁয়ায় সেজে উঠল ডুডল

প্রকৃত ফ্যাশনিস্তারা কিন্তু সব সময়ই রং নিয়ে নানারকম এক্সপেরিমেন্ট করতে চান! দিনের বেলা শাড়ি পড়লে অল্প কাজ, হালকা রঙ বেছে নিন আর রাতের সাজে শাড়ি গাঢ় রঙয়ের হতে পারে। আজকাল অবশ্য শেডের পরিবর্তে গাঢ় উজ্জ্বল রংই বেশি গুরুত্ব পাচ্ছে। একই শাড়ির সঙ্গে মানানসই রঙয়ের কয়েকটি ডিজাইনার ব্লাউজ নিজের কাছে রাখুন। ব্লাউজের জন্যই আপনার সাজ অনেকটা আলাদা দেখাবে।

বিয়ের মরশুমে একের পর এক নিমন্ত্রণ, সকলের নজর কাড়তে একই শাড়িতে কেমন সাজবেন?

শাড়িতে সাজ সম্পূর্ণ করার জন্য গুরুত্বপূর্ণ হল অলঙ্কার ও মেকআপ শাড়ির সঙ্গে মানানসই গয়না প্রস্তুত রাখুন। এখনকার দিনে অক্সিডাইজড জুয়েলারির চল বেশ। আপনার পছন্দ হলে শাড়ির সঙ্গে পড়ার জন্য অক্সিডাইজড গয়না বেছে নিতে পারেন। এক একটি অনুষ্ঠানের জন্য এক এক রকম গয়না বেছে নিন।

বিয়ের মরশুমে একের পর এক নিমন্ত্রণ, সকলের নজর কাড়তে একই শাড়িতে কেমন সাজবেন?

একই শাড়ি যদি একের বেশি অনুষ্ঠানে পড়তে চান সেক্ষেত্রে শাড়ি পরার স্টাইল বদলাতে হবে। বিভিন্ন কায়দায় শাড়ি পরলে একঘেয়ে লাগবে না। লেহেঙ্গা স্টাইল, মহারানী স্টাইল, বেল্ট স্টাইল – নিজের পছন্দ মত বেছে নিতে পারেন।

বিয়ের মরশুমে একের পর এক নিমন্ত্রণ, সকলের নজর কাড়তে একই শাড়িতে কেমন সাজবেন?

বিয়ের মরশুমে একের পর এক নিমন্ত্রণ, সকলের নজর কাড়তে একই শাড়িতে কেমন সাজবেন?
বিয়ের মরশুমে একের পর এক নিমন্ত্রণ, সকলের নজর কাড়তে একই শাড়িতে কেমন সাজবেন?