শীত বিদায় নিচ্ছে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ছাড়াল !

নজরবন্দি ব্যুরো: স্বাভাবিকভাবেই শীত সরস্বতী পুজোর পর থেকেই শহর ছাড়তে শুরু করে। তল্পিতল্পা গুটিয়ে নিয়ে বেরোতে বেরোতেও অনেকটাই সময় পেরিয়ে যায়৷ যদিও শেষবেলাতেও শীতের দাপট ছিল বেশ ভালই।তবে মৃদুমন্দ হাওয়ায় টের পাওয়া যাচ্ছে বসন্তের আসার সময় হল বলে৷ এছাড়া সকালের দিকে শীতের ভাব থাকলেও বেলা গড়াতেই গরম। কলকাতায় সকালে কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ থাকবে।
আরও পড়ুনঃ বাবুল, রূপার উপস্থিতিতে জমে গেল অনুষ্ঠান। যেন টলি তারকার সমাবেশ আলিপুরে!
সোমবার কলকাতায় স্বাভাবিকের নিচে তাপমাত্রা। শীতের আমেজও ছিল হালকা৷ এমন আবহাওয়াই থাকবে এখন, জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে। তবে আজ থেকে রাতের তাপমাত্রাও ধীরে ধীরে বাড়বে। দক্ষিণবঙ্গে শীত বিদায়ের পালা শুরু হলেও, উত্তরবঙ্গে এখনও বজায় থাকবে ঠান্ডার দাপট। দক্ষিণে তাপমাত্রার কম বেশি খামখেয়ালি চলতে থাকবে৷
তবে ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। মঙ্গলবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রিবেশি। সর্বনিম্ম তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রির কাছাকাছি। শনিবারে সর্বনিম্ম তাপমাত্রার পারদ ছুঁয়েছিল ২১ ডিগ্রির আশেপাশে।