নজরবন্দি ব্যুরো: আগামী শনিবার পর্যন্ত রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২-৩ ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। কি জানাল আলিপুর আবহাওয়া দফতর?
আরও পড়ুন: কয়েকঘণ্টার মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা, একাধিক জেলায় কালবৈশাখীর দাপট!
আলিপুর আবহাওয়া দফতরের দুপুর ১ টার বুলেটিন অনুযায়ী, আগামী দু-তিন ঘণ্টার মধ্যে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া এবং পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আশঙ্কা রয়েছে দুর্যোগের! আজ বিকেলের পর ঝড়বৃষ্টির সময় কেউ যাতে খোলা আকাশের নীচে না থাকেন তা নিয়ে সতর্ক করা হয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকলেও সন্ধ্যার পর আবহাওয়ার পরিস্থিতি বদলাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছেন, আগামী শনিবার (২৭ মে) পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ও শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি সহ পার্বত্য এলাকায় হতে পারে হালকা বৃষ্টিপাত। আজ দুপুরের পর থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে শনিবারের পর থেকে বৃষ্টির মাত্রা কমবে।

বৃহস্পতিবার বিকেলেই এক দফায় ঝড় বৃষ্টি হয়েছে। যার ফলে তাপমাত্রা অনেকটাই কমেছে। শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে তাপমাত্র ফের বাড়তে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। গতকাল বিকেলের ঝড়ে শ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের দাপটে ভেঙে পড়ে গাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি।
দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বিপর্যয়ের আশঙ্কা! কোন কোন জেলায় সতর্কতা?
