নজরবন্দি ব্যুরোঃ ফের আবহাওয়া বদলের খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ থেকেই আবহাওয়ার আমুল পরিবরতন হবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা গুলোতেই বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলা গুলোতেও হালকা থেকে মাঝারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুনঃ তান্ত্রিকের নির্দেশেই নরবলি! তিলজলার শিশু খুনে চাঞ্চল্যকর দাবি ধৃতের
কলকাতার আকাশ কাল থেকেই মেঘলা ছিল, আজ থেকে কলকাতায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ও সতর্কতা জারি করেছে। আজ কলকাতার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশী। বাতাসে জলীয় বাস্পের পরিমান ও ৩৭-৯০ শতাংশ ফলে আদ্রতা জনিত গরম একটু বেশী অনুভূত হচ্ছে।
দখিনবঙ্গের উপকূল এবং পশ্চিমের জেলাগুলি যেমন ২৪ পরগনা, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশী রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলি যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
কিছুক্ষণের মধ্যেই আবহাওয়া বদল কলকাতায়, বন্যার সম্ভাবনা?
তবে বুধবারের পরেও রোদের দেখা মিলবে না। বুধবার থেকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। রাজস্থান ও হরিয়ানা দুই এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। রাজস্থান থেকে নিম্নচাপ অখরেখা অসম পর্যন্ত বিস্তিত রয়েছে, যার কারণে এখনি আবহাওয়ার উন্নতির কোন সম্ভাবনা নেই।