সকালে ঝরছে ঘাম, রাতে শিরশিরানি ঠাণ্ডা, কবে বদলাবে আবহাওয়ার চেহারা?

নজরবন্দি ব্যুরো: দুর্গাপুজোর সময়ে রাতের দিকে পারদ পতন দেখে বঙ্গবাসী মনে করেছিল এবারে তাড়াতাড়ি শীতের আগমন হবে। কিন্তু উৎসবের মরশুম কাটতে না কাটতেই ভুলও যেন ভাঙল। দিনের বেলায় মাথার উপর চড়া রোদ আবার রাত হলেই শিরশিরানি ঠাণ্ডা। কিন্তু সবশেষে নিরাশাই পাওনা হচ্ছে শীতপ্রেমীদের। একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কবে থেকে পাকাপাকিভাবে শীত পড়বে?

আরও পড়ুন: হু হু করে নামবে পারদ, কলকাতায় রেকর্ড ঠাণ্ডা পরবে এইবছর

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার-পাঁচদিনে পশ্চিমবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমে যাবে। যদিও আবহাওয়াবিদদের তরফে জানানো হয়েছে, এখনই জাঁকিয়ে শীত পড়ছে না। আগামী ৭-১০ দিনের মধ্যে শীত পড়ার সম্ভাবনা নেই। ডিসেম্বরের শুরুতে শীত পড়ার সম্ভাবনা রয়েছে তবে তা এখনও নিশ্চিত নয়। মাসের শেষে আবহাওয়া কেমন থাকবে সেইদিকে নজর রাখতে হবে বলেও জানিয়েছে আবহাওয়া (Weather) বিশেষজ্ঞরা।

 সকালে ঝরছে ঘাম, রাতে শিরশিরানি ঠাণ্ডা, কবে বদলাবে আবহাওয়ার চেহারা?

এদিকে ঘূর্ণাবর্তের কিছুটা প্রভাব এখনও রয়ে গিয়েছে। মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড় মিধিলি বিদায় নিলেও ইতিমধ্যেই বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর মধ্যে একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই উপকূল ঘেঁষে অবস্থান করছে। পরবর্তীতে এই সিস্টেমটি নিম্নচাপে পরিণত হবে কি না, তা এখনই জানা যাচ্ছে না। তবে নিম্নচাপের জেরে আগামী সপ্তাহে ভারী বৃষ্টি হতে পারে।

 সকালে ঝরছে ঘাম, রাতে শিরশিরানি ঠাণ্ডা, কবে বদলাবে আবহাওয়ার চেহারা?

আগামী কয়েকদিনে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। অন্যদিকে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

সকালে ঝরছে ঘাম, রাতে শিরশিরানি ঠাণ্ডা, কবে বদলাবে আবহাওয়ার চেহারা?

 সকালে ঝরছে ঘাম, রাতে শিরশিরানি ঠাণ্ডা, কবে বদলাবে আবহাওয়ার চেহারা?