বাংলায় আবহাওয়ার বড় পরিবর্তন! কেমন কাটবে বিশ্বকর্মা পুজো, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

নজরবন্দি ব্যুরো: আগামীকাল বিশ্বকর্মা পুজো। শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পূর্ণ করতে ভিড় বাড়ছে বাজার। কিন্তু ‘ভিলেন’ হয়ে উপস্থিত বৃষ্টি। গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলায় বর্ষণ চলছে। বিশ্বকর্মা পুজোতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কোন কোন জেলায় সতর্কতা জারি করা হয়েছে? আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া? জেনে নিন বিস্তারিত।

আরও পড়ুন: গণেশ পুজো পর্যন্ত রাজ্যে একটানা বৃষ্টির পূর্বাভাস, রবিবার কেমন থাকবে আবহাওয়া?

সোমবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। দু এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি বিশ্বকর্মা পুজো ও গণেশ পুজোয় অর্থাৎ আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর দু এক পশলা বৃষ্টি হতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রির কাছাকাছি। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।

বাংলায় আবহাওয়ার বড় পরিবর্তন! কেমন কাটবে বিশ্বকর্মা পুজো, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

সোমবার, বিশ্বকর্মা পুজোর দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। সপ্তাহজুড়ে গরমের অস্বস্তি অনুভূত হবে।

বাংলায় আবহাওয়ার বড় পরিবর্তন! কেমন কাটবে বিশ্বকর্মা পুজো, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

আগামী দুদিন সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে। জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে জারি করা হয়েছে কমলা সতর্কতা। যদিও মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা বাড়বে বৃষ্টি। আগামী ১৯ তারিখ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে হালকা বৃষ্টির পূর্বাভাস।

বাংলায় আবহাওয়ার বড় পরিবর্তন! কেমন কাটবে বিশ্বকর্মা পুজো, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

বাংলায় আবহাওয়ার বড় পরিবর্তন! কেমন কাটবে বিশ্বকর্মা পুজো, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?
বাংলায় আবহাওয়ার বড় পরিবর্তন! কেমন কাটবে বিশ্বকর্মা পুজো, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?