নজরবন্দি ব্যুরো: সকাল থেকেই শহরজুড়ে শুরু হয়েছে দুর্যোগ! কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দেখা মিলিছে। তবে এখানেই শেষ নয়, এই দুর্যোগ চলবে! বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি রাজ্যের একাধিক জায়গায় জারি হয়েছে হলুদ সতর্কতা! জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস…
আরও পড়ুন: KKR-Punjab: আজ পাঞ্জাবের মুখোমুখি কেকেআর, মারাত্মক ভবিষ্যৎবাণী আকাশ চোপড়ার
এদিকে, আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করেই শুক্রবার মাঝরাতে থেকে শুরু হয়েছে বৃষ্টি। বইছে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। সকাল থেকেই কলকাতা-সহ রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলির মুখ ভার। বেশ কয়েকটি জেলায় আবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়ে যায়। মাঝরাতে ভারী বৃষ্টির ফলে তাপমাত্রাও কমেছে উল্লেখযোগ্য ভাবে।
অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ, শুক্রবার দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাছাড়াও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি চলবে।
শুরু দুর্যোগ, বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া সূত্রের খবর, শনিবার সারাদিনই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে থাকছে দুই বঙ্গে। যদিওবা আগামী ৩ এপ্রিল থেকে আবহাওয়ার বদল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। কলকাতার আকাশ শুক্রবার থেকেই মেঘলা। শনিবার শহরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ, শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে।