নজরবন্দি ব্যুরোঃ পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়া থমকে গেছে। আপাতত শীতল উত্তুরে হাওয়া বইছে না রাজ্যে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্ত। জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। উষ্ণ মকর সংক্রান্তির পর এবার উষ্ণ সরস্বতী পুজোর ইঙ্গিত আবহাওয়াবিধদের।
আরও পড়ুনঃ কে টাকার বিনিময়ে চাকরি দিল? নিয়োগ দুর্নীতি নিয়ে নজিরবিহীন পদক্ষেপ হাইকোর্টের
অর্থাৎ জানুয়ারি মাসে শীতের আমেজ আর পাওয়া যাবে না। উল্টে হাওয়ায় জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় আরও কিছুটা চড়তে পারে পারদ। রবিবার থেকে ফের একবার চড়তে শুরু করেছে পারদ। মঙ্গলবার বেশ কয়েকটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।
দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন চার ডিগ্রি উপরে থাকবে। দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেশি থাকবে। আগামী দু’দিনে আরও বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। উত্তরবঙ্গে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টা একই রকম আবহাওয়া থাকবে।
পশ্চিমী ঝঞ্ঝায় থমকে গেল উত্তুরে হাওয়া, উধাও শীত, আরও চড়বে পারদ
তারপর থেকে পরবর্তী দুই থেকে তিন দিনে তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি। শীতের আমেজ ক্রমশ কমবে উত্তরেও। কলকাতায় সকালে হালকা কুয়াশা থাকবে কিন্তু বেলায় পরিষ্কার আকাশ দেখা যাবে।কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮.৫ ডিগ্রি। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৯ থেকে ৯২ শতাংশ।