নজরবন্দি ব্যুরো: বাংলায় বড় কোনও প্রভাব ফেলতে পারেনি ঘূর্ণিঝড় মিধিলি। গতকাল অর্থাৎ শুক্রবার দুপুরে বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ে এটি। এরফলে উত্তরপূর্বের ত্রিপুরা সহ একাধিক রাজ্যে ভারী বৃষ্টি হয়েছে। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা তুলে নিয়েছিল আবহাওয়া দফতর। মিধিলি ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এবার কি ফের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে?
আরও পড়ুন: জগদ্ধাত্রী পুজোতেও চলবে একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন, যাত্রীদের জন্য বিশেষ ভাবনা রেলের
আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর তিনটে নাগাদ বাংলাদেশের ভূভাগে প্রবেশ করেছিল ঘূর্ণিঝড় মিধিলি। এরপর সেটি ত্রিপুরার দিকে এগিয়ে যায়। ভূভাগে প্রবেশ করার পর ঝড়টি শক্তি হারায়। বর্তমানে তা গভীর নিম্নচাপে পরিণত হয়ে ত্রিপুরার উপর অবস্থান করছে। রপর আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে তা অরুণাচলপ্রদেশে গিয়ে প্রবেশ করতে পারে। সেখানে আরও শক্তিক্ষয় হতে পারে মিধিলির। তবে এর ফলে দক্ষিণবঙ্গে কোনও জেলায় বৃষ্টির সতর্কতা জারি করেনি আবহাওয়া দফতর। রবিবার পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে।
আগামী কয়েকদিন উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আপাতত তাপমাত্রার হেরফের হবে না। আগামী সপ্তাহে দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ি এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। দক্ষিণে রাতের দিকে পারদ ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। তবে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। সেগুলির মধ্যে রয়েছে- উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ। এরফলে তাপমাত্রা আরও খানিকটা কমতে পারে।
গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মিধিলি, দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সতর্কতা?
