INDvNZ: মাস্ক পরেই গলা ফাটান টিম ইণ্ডিয়ার জন্য, বার্তা সুধীরের

মাস্ক পরেই গলা ফাটান টিম ইণ্ডিয়ার জন্য, বার্তা সুধীরের

নজরবন্দি ব্যুরোঃ মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই ইডেনে শুরু হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ম্যাচ। বলা যায় এই ম্যাচের মাধ্যমেই প্রায় বছর দুয়েক পরে শহরের বুকে ফিরতে চলেছে আন্তর্জাতিক ম্যাচ। যা নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তেজনার পারদ চড়েছে শহরের। তবে ক্রিকেট ম্যাচ আয়োজিত হবে কিন্তু সুধীর গৌতম থাকবেন না তা কখনও ভাবাই যায় না। তাই প্রথা মেনে এবার ও সকলের সামনে ধরা দিলেন তিনি।

আরও পড়ুনঃ রণক্ষেত্র পরিস্থিত ত্রিপুরায়, তৃণমূল নেতা-কর্মীদের ওপর হামলা

সেই চেনা ছন্দে জাতীয় পতাকা ও শঙ্খ হাতে ধরা দিলেন সুধীর গৌতম। সেই আগের মতই তাঁর পিঠে দেখা গেল সচিনের জার্সি নম্বর ও জাতীয় পতাকা। এই ম্যাচ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন রবি শাস্ত্রীর পর রাহুল দ্রাবিড়ের যুক্ত যথেষ্ট ভালো দিক ভারতীয় ক্রিকেটের জন্য। পাশাপাশি রোহিত শর্মার কথা যোগ করে তিনি বলেন, তাঁর দায়িত্বে ২-০ লিডে এগিয়ে রয়েছে ভারত।

তবে করোনার কথা উল্লেখ করে সকল কে সাবধান থাকার কথা জানাতে ও ভোলেননি তিনি। সুধীর বলেন, “আপ সব মাস্ক পেহ্যেন কে আইয়ে টিম ইন্দিয়া কো চিয়ার কিজিয়ে”। এরপরেই তাঁর হাতে থাকা শঙ্খের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ইয়ে শাঙ্খ নেহি জং কি এহেলান হ্যাঁয় হামারা ইন্দিয়া মহান হ্যাঁয়”।

মাস্ক পরেই গলা ফাটান টিম ইণ্ডিয়ার জন্য, জানালেন গৌতম 

মাস্ক পরেই গলা ফাটান টিম ইণ্ডিয়ার জন্য, বার্তা সুধীরের
মাস্ক পরেই গলা ফাটান টিম ইণ্ডিয়ার জন্য, বার্তা সুধীরের

সব মিলিয়ে বলা যায় আজকের এই ভারত-নিউজিল্যান্ড ম্যাচ ও ইডেন বরপুত্র রোহিত কে দেখতে উত্তেজনার তুঙ্গে শহরবাসী। তবে শেষ হাসি কে হাসে আখন সেটাই দেখার।

মাস্ক পরেই গলা ফাটান টিম ইণ্ডিয়ার জন্য, বার্তা সুধীরের
মাস্ক পরেই গলা ফাটান টিম ইণ্ডিয়ার জন্য, বার্তা সুধীরের