নজরবন্দি ব্যুরো: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হয়ে গিয়েছে। এবার পালা জয়েন্ট এন্ট্রান্সের। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইতিমধ্যেই জানিয়েছেন, আগামিকাল অর্থাৎ শুক্রবার (২৬ মে ২০২৩) পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। বোর্ডের এই পরীক্ষার উপর নির্ভর করছে কয়েক হাজার পড়ুয়ার ভবিষ্যৎ। উচ্চশিক্ষার বিষয়ে পরীক্ষার্থীরা কোন দিকে এগোবে তা নির্ভর করছে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্টের উপর। শুক্রবার কোথায় কখন কীভাবে দেখবেন রেজাল্ট? জেনে নিন বিস্তারিত।
আরও পড়ুন: WhatsApp-এ এলো নতুন ফিচার, এবার এডিট করতে পারবেন পাঠানো মেসেজ
মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং-এর প্রবেশিকা পরীক্ষাকেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বলা হয়। পরীক্ষার এক মাস পূরণ হওয়ার আগেই প্রকাশিত হবে ফল। আগামীকাল দুপুর আড়াইটের সময় ফলাফল প্রকাশিত হবে। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা, পাশের হার, সর্বাধিক প্রাপ্ত নম্বর জানানো হবে। বিকেল ৪ টে থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে। সেখান থেকেই রেজাল্ট ডাউনলোড করা যাবে।
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার কিছু নিয়ম রয়েছে। ক্যাটাগরি ওয়ানে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর করে দেওয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৪ নম্বর করে কেটে নেওয়া হবে। ক্যাটাগরি ২-এ প্রতিটি সঠিক উত্তরের জন্য ২ নম্বর করে দেওয়া হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য কেটে নেওয়া হবে ১/২ নম্বর। ক্যাটাগরির ৩-এর ক্ষেত্রে কোনও নেগেটিভ মারকিং করা হবে না। ২৬ মে, শুক্রবার দুপুর আড়াইটের সময় সাংবাদিক সম্মেলন করবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগ্জামিনেশন বোর্ড (WBJEE)। বিকেলে ৪ টে থেকে wbjeeb.nic.in ও wbresults.nic.in– এই দুই ওয়েবসাইট থেকেই র্যাঙ্ক কার্ড দেখতে পাবেন পড়ুয়ারা।

কীভাবে দেখবেন?
ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘ডব্লুবিজেইই রেজাল্ট ২০২৩’ লেখা লিঙ্কে ক্লিক করতে হবে। ফাঁকা স্থানে প্রয়োজনীয় তথ্য পূরণ করে লগ ইন করতে হবে। এরপরই নিজেদের রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা। প্রয়োজনে রেজাল্ট বা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে রাখতে পারেন। গত ৩০ এপ্রিল পরীক্ষা হয়েছিল। চলতি বছরে পরীক্ষার্থীদের সংখ্যা ছিল প্রায় ৯৮ হাজার।
শুক্রবার জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ, কোথায় কীভাবে রেজাল্ট দেখা যাবে?
